মোবাইল দিয়েই তৈরি করুন অ্যান্ড্রয়েড সফটওয়্যার, View.OnClickListener (5th Turorial) ভিডিও সহ (সবাই পারবেন)

শুরুতেই সবাইকে  আন্তরিক শুভেচ্ছা  এবং  স্বাগতম  জানাচ্ছি  আশাকরি সবাই ভালোই আছেন। আপনাদের অনুরোধ এবং ভালোবাসায় আবার ফিরে আসলাম। 🙂 আর  হ্যা উপরে ঠিকই পরেছেন, কেমন হয় যদি আপনার স্মার্টফোন থেকেই Android app develop করতে পারেন তাও আবার কোন প্রকার ইন্টারনেট কানেকশন বা পিসি ছাড়াই; হ্যা আমি আজ থেকে আপনাদের সারা পেলে Step by Step শিখাবো কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র Programming এর মাধ্যমে ছোট-খাট Android App Develop করা যায়।  🙂

l
IDE FOR ANDROID JAVA C++


আগেই বলে নিচ্ছিঃ AIDE ভিত্তিক Android app development এর এটি ৫ম  টিউন, সুতরাং আপনি যদি প্রথম টিউনটি বা দ্বিতীয় টিউনটি না দেখে থাকেন তাহলে, এই টিউনটির ঘোড়ার ডিমও বুঝবেন নাহ। সুতরাং প্রথম টিউনটি এখনি এখান থেকে দেখে নিন।

গতোপর্বে: আমারা দেখেছিলাম simply book app layout গুলো কিভাবে ডিজাইন করা হয় এবং অ্যাপ এর আইকন কিভানে সেট করতে হয়। আমরা পর্বের শেষের দিকে একটা ছোট খাট অ্যাপ develop ও করেছিলাম। আপনাদের হয়তো মনে আছে, আমরা যে বিষয় গুলো দেখে ছিলাম। তাহলোঃ

  • কিভাবে বাটন সেট করা যায়।
  • কিভাবে ইমেজ বাটন নেওয়া যায়।
  • ও XML use করে বাটন ডিজাইন করা যায়,
  • android button focus style
  • ও কিভাবে অ্যাপ এর আইকন সেট করতে হয়।
  • At last আমরা application টি run করে ছিলাম।

তো আজ আমি নতুন কোন অ্যাপ develop করবো নাহ, তবে আমাদের পূর্বের projecter অ্যাপটি আমরা use করে নতুন কিছু বিষয় শিখবো, তাহলোঃ

  • XML Layout design
  • Android OnClick Method
  • ও manifest.xml এ add activity
  • LogCat check করা।
  • At last আমরা application টি আবার  run করবো।

আজকের application এর কিছু গুরুত্ব পূর্ণ ScreenShot দেখে নিনঃ


Programmer RaseLProgrammer RaseL.

এবার নিচ থেকে মুল ভিডিও টা ওপেন করুন এবং তৈরি করুন জিবনের ৫ম Android App  :p

ভিডিও লিংকঃ

Source Code: Direct Link

 

About author: Programmer RaseL
প্রযুক্তিগত যেকোন সমস্যা বা জিজ্ঞাসা থাকলে আমাকে লিখে জানাতে পারেন,
ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করবো... https://www.facebook.com/It.ProgrammerRasel

আজ এ পর্যন্তই। Techtunes এর সাথেই থাকুন। সবার জন্য শুভকামনা রইলো। 🙂


Level 0

আমি Programmer Rasel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অসাধারন বুদ্ধিমান এই পৃথিবীতে অতি সাধারন ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখি। তা ছাড়াও আমি ভালোবাসি প্রযুক্তিকে। যদিও খুব বেশি কিছু জানিনা। তবুও যা জানি তাই সবার সাথে শেয়ার করতে চাই। এই লক্ষ্য থেকেই আমার পথ চলা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোথাও না বুঝলে, অথবা কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন

Great…Brother Go Ahead!!! May Allah Bless You and keep in peace….