আসসামুয়ালাইকুম ! আশা করি সবাই ভালো আছেন ! অনেক দিন পর টেকটিউন পরিবারে ফেরে আশা ! আসলে কাজের চাপে আশা হয় না। আজ সেই পেক্ষাপটে তেমন বড় কোন টিউন নিয়ে হাজির হয়নি। আমি বরাবরের মত বিশ্বাস করি পুরনো #টেকটিউন গুলো আবার নতুন ভাবে তুরে ধরলে নতুন প্রজন্মের টেক ভাই ভালো কিছু শিখতে পারবেন। বেশি কথা না বলে আমি শুরু করলাম আমার আজকের টিউন ! আশা করি সবার উপকারে আসবে ...
ক্রিকেটপ্রেমিদের জন্য সুখবর কোন প্রকার ঝামেলা ছাড়া Live Cricket ম্যাচ গুলো দেখতে পারবেন নিজের ছোট্ট সফটওয়ারটি দিয়ে ♥ তাই আর দেরি কেন ডাউনলোড করে নিন বুলেট smartcric Application টি ♥
Application টি ব্যবহারের জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন সবাই ♠
live cricket match today | All Phones Watch Live Cricket Matches 2017 | Bangla Tutorial
সর্বশেষে বলতে চাই আপনার খারাপ টিউমেন্টের এর জন্য একজন টিউনার টিউন বন্দ করে দিবে ! তাতে আপনার কিছুই হবে কিন্তু আর দশজন সাধারণ মানুষ নতুন কিছু শিখতে পারবে না ! তাই খারাপ টিউমেন্ট করার আগে একবার নিজের বিভেককে প্রশ্ন করে খারাপ কিছু টিউমেন্ট করবেন।
যেকোন হেল্পের জন্য আমার পেইজে Massage করুনঃ Habibur Rahman
দেখা হবে সামনের কোন লিখা নিয়ে
আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।