যেভাবে মিউজিক সাউন্ড বৃদ্ধি করবেন

স্বাগতম, আশা করি ভালো আছেন। এই টিউন টি একটু সাধারণ বিষয় নিয়ে। তা হলো কিভাবে আপনার এন্ড্রয়েড এ একটি গান বাজালে তা জোরে সাউন্ড দিয়ে বাজাবেন। আশা করি উপকৃত হবেন এই ছোট প্রয়াশ দ্বারা। আপনার মতামত, অভিযোগ, সহায়তা, সমস্যা টিউমেন্ট করে জানাবেন। সঠিক সময়ে সঠিক উত্তর দেয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। এখন জেনে নিন কেনো এ ধরনের সাউন্ড প্রয়োজন হয়।

ধারণাঃ

সব এন্ড্রয়েড সেট এ বেশি সাউন্ড থাকে না যেমন স্যামসাং এর সাউন্ড অনেকটা কম থাকে কিন্তু তা শুধু মেডিয়ার বেলায়। গান বা মিউজিক এর ক্ষেত্রে তা সহজে বৃদ্ধি করা যায় এক্সট্রিম পর্যন্ত। প্রায় সব এন্ড্রয়েড ফোন এ এই অপশন টি থাকে এর ব্যবহার এর মাধ্যমে সত্যিই সাউন্ড স্বাভাবিক এর চেয়ে অনেক টা বৃদ্ধি করা যাবে। এতে আপনার গানের সাউন্ড বেড়ে যায়। কোনো ফ্রেন্ড লি আড্ডা বা পার্টি তে সাধারণত এরকম ভাবে বেশি সাউন্ড এর দরকার হয় যার চাহিদা থাকে সাধারণ মেডিয়া সাউন্ড এর থেকে উল্লেখযোগ্য পরিমাণ বেশি। কিন্তু অনেকেই এ ট্রিকস টি জানেন না বলে সম্পুর্ণ উপভোগ করতে পারে না। কিন্তু আর কোনো দিন এভাবে মিছ হবে না শখের পার্টি গুলো।

কার্যধারাঃ

এই কাজ টি অনেক সোজা কয়েক ক্লিক এ কাজ শেষ আপনার। কোনো এপ এর তো প্রয়োজন এর কথাই উঠে না। ইমেজ টিউটোরিয়াল এর মাধ্যমে সহজে তা দেখিয়ে দিচ্ছি। চিত্রের মত করে কাজ করুন।

  • Music এ যান।
  • একটি গান চালু করুন।

  • Menu ক্লিক করুন।
  • Sound Effects এ যান।

  • Equilizer এ যান।
  • Drop Down মেনু থেকে Custom সিলেক্ট করুন।

  • সিক বার সম্পুর্ণ তুলুন।
  • কেমন বাড়ছে তা গান থেকে অনুমান করুন।

Level 0

আমি আশরাফুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস