Android ফোনের Space ফ্রিতে বাড়িয়ে নিন ২ জিবি পর্যন্ত!

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বড় একটা সমস্যা হলো যে, ফোনের Available স্পেস অটোমেটিক কমে যায়। মানে ফাইল আদান-প্রদান ছাড়াই ফোনের Available স্পেস অটোমেটিক কমে যায়। কিন্ত কেন? আমরা অনেকেই জানি না যে, কিভাবে Android ফোনের স্পেস বাড়াতে হয়। চলুন শিখে ফেলি, আর বাড়িয়ে নিই ফোনের Available স্পেস। আপনাদের যা যা করতে হবেঃ

ফোনের Cache Data নিয়মিত ক্লিয়ার করুন

আমরা যখন কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করি, ফোনের টুকটাক কাজ করি তখন Cache Data জমা হয়। Cache Data হলো সম্পূর্ণ অপ্রয়োজনীয় ফাইল। নিচের ছবিতে দেখুন 3.58 GB এর মতো Cache Data জমা হয়েছে। এই Cache ডেটা ক্লিয়ার করলেই আমি 3.58 জিবি স্পেস পাবো একদম ফ্রিতে।

cache data 3 gb

Cache Data ফোনের Total Space এর উপর নির্ভর করে। ফোনের available স্পেস বাড়াতে হলে আমাদের নিয়মিত Cache ডেটা ক্লিয়ার করা উচিত।

নিয়মিত অ্যাপের Cache ক্লিয়ার করুন

অ্যাপের ক্যাশ ডেটা ক্লিয়ার করে আপনার ফোনের স্পেস বাড়াতে পারেন। এটা সম্পন্ন অ্যাপ ব্যবহার এর উপর নির্ভর করে।

লুকানো (.ক্যাশ, টিএমপি, ডিথাম্ব ইত্যাদি) ফোল্ডার ডিলিট করুন

এটাও ভালো পদ্ধতি। আমি এই পদ্ধতিতে 55 থেকে 60 এমবি এর মতো ফোনের স্পেস বৃদ্ধি করেছিলাম। আপনিও চেষ্টা করতে পারেন।

যেভাবে করবেন:

এতক্ষণ সবকিছু সম্পর্কে আলোচনা করলাম। এখন শিখব, যেভাবে এই কাজগুলো করে আপনার ফোনের স্পেস বাড়াবেন। সেজন্য আমি আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভিডিওটি দেখুনঃ

টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

আমি হাবলু উসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হাবলু উসামা। আমার সম্পর্কে বিস্তারিত জানতে হলে: এখানে ক্লিক করুন। ধন্যবাদ!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for the Good Tunes…