আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে কি নিয়ে লিখবো আশা করি নাম দেখে বুঝে গেছেন। যদি কেউ এই টিপসটি জেনে থাকেন তাহলে দয়া করে কোন খারাপ টিউমেন্ট করবেন না। এই টিউনটি যারা জানেন না তাদের জন্য।
এই টিটোরিয়াল এ আমি আপনাদের কে দেখাব কিভাবে আপনারা আপনার মোবাইল দিয়েই HD ভয়েস রেকর্ড করবেন।
যারা ইউটিউবার তাদের জন্য Noicy Voice একটা অনযতম সমস্যা। পিসি দিয়ে এর সমাধান করা গেলেও মোবাইল দিয়ে যায় না। এই টিউটোরিয়াল এ আমি আপনাদের বলবো কিভাবে এন্ডোইড দিয়ে হাই কোয়ালিটি ভয়েস রেকর্ড করবেন।
শুরু করা যাক
প্রথমে গুগঅল প্লে স্টোর এ যাবেন। তার পর সারচ করবেন HD Audio Recorder লিখে। তারপঅর সেটই ডাউনলোড দিবেন।তারপর ওপেন করবেন। এপ টিতে দেখবেন Record নামে একটি বাটন আছে। সেটিতে কিলিক করবেন। তারপর আপনার ভয়েস রেক্রড করবেন।তারপর Stop এ চাপবেন। দেখবেন ফাইল সেভ এর জনয একটি পপ আপ আসছে সেখনাএ আপনার ফাইল এর নাম দিবেন। তারপর সেভ এ ক্লিক করবেন।
আমি সিয়াম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা পরিমার্জিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।
আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।