বিসমিল্লাহি রহমানির রহিম
আজকে TWRP,Root,স্টক রম নিয়া আলোচনা করবো শুধুমাত্র Walton Primo NX4 Mini মোবাইল নিয়া
😈 [ বিঃদ্রঃ আমার কোন লিখা কপি করার চেষ্টা করবেননা আশা করি ] 😈
ডাউনলোডের আগে নতুন পুরনো সকলের জন্য রুট প্রক্রিয়াটা আরও একবার বর্ণনা করছি
Tools Link:
প্রথমে আপনাকে টুলস গুলো ডাউনলোড করতে হবে
(বিঃদ্রঃ এই রিকভারি-টিতে টাচ কাজ করবে না ! আপনাকে OTG Cable এর মাধ্যমে মাউস ধারা ইউস করতে হবে ! আশা করছি দ্রুত কিছু করতে যা আপনাদের সুবিধা হবে !)
TWRP Installation:
ভিডিও টি দেখলেই হবে 🙂
কিভাবে রম ব্যাকআপ রাখবেন ? নিচে নিয়ম দেয়া আছে
এবার সেটটা বন্ধ করুন।
১) সেট বন্ধ অবস্থাই Volume UP + Power Button একসাথে প্রেস করে Recovery Mod এ যান।
২) Recovery Mod এ গেলে দেখবেন Backup আছে তাতে ঢুকেন।
৩) Backup এর ভিতর দেখবেন Backup অপশন আছে সব কিছু Select করে ব্যাকআপ করবেন।
৪) ক্লিক করেন আর ওয়েট করুন। একটু টাইম লাগবে ব্যাকআপ হতে।
৫) ফুল ব্যাকআপ হয়ে গেলে সেট রিবুট দেন অ্যান্ড মেমরি কার্ড এ দেখেন TWRP নামে ফোল্ডার হইছে। ৬) এর ভিতর Backup ফোল্ডার আছে এবং তার ভেতর Date & Time দেয়া একটা ফোল্ডার।
৭) এইটাই আপনার Stock Rom ব্যাকআপ।
এইটা সংগ্রহ করুন।
কিভাবে রুট করবেন !
এই লিঙ্ক থেকে Super Su টি ডাউনলোড করুন
ডাউনলোড শেষ হলে সেট বন্ধ অবস্থাই Volume UP + Power Button একসাথে প্রেস করে Recovery Mod এ যান
তারপর জিপ ফাইলটি TWRP দিয়ে ইন্সটল করুন, ইন্সটল শেষ হলে অটো রিস্টার্ট নেবে, অটো রিস্টার্ট না হলে আপনি নিজে করবেন 🙂 । আপনার সেট রুটেড।
{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }
এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন
এটি সর্বপ্রথম এই টেকটিউনস ওয়েবসাইট এই টিউন করা হয়েছে।
(ধন্যবাদ সবাইকে,ভাল থাকবেন এবং নতুন নতুন রম সহ আরও অন্যান্য টিউন করব ইনশা-আল্লাহ, তাই সাথেই থাকুন )
চলে যাচ্ছি, দেখা হবে আগামি টিউন এ
আমি নাঈম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমর symphone w69 সেট বন্ধ অবস্থাই Volume UP + Power Button একসাথে প্রেস করে Recovery Mod আসছে না । আসলেও Format factory mode error mode দেখাচ্ছে। অন্য রোম দিব কিভাবে আমার
symphone w69 রোমটা ব্যাকআপ রেখে পিসিতে বা ফোনেই?? বলবেন কি?