সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে টিউন শুরু করছি।
বর্তমানে প্রায় অধিকাংশ অ্যান্ড্রয়েড ইউজারই তাদের ফোন রুট করে থাকেন। কিন্তু তারা রুটের পুর্ণ সুবিধা নিতে পারেন না। মূলত তাদের উদ্দেশ্যেই আমার এই ধারাবাহিক টিউন শুরু করা। আশা করি আপনারা আমার সাথে থাকবেন।
কিছু কথাঃ
আজকের পর্বঃ ফোনকে ফাস্ট রাখার অ্যাপ ও টিপস। ননরুটের জন্য কাজে লাগবে।
ফোন ফাস্ট থাকুক কে না চায়। এর পুর্বশর্ত হচ্ছে বেশি র্যাম ফাকা থাকা এবং কম লোড দেয়া। কিন্তু ফোন কিনে যদি ভাল মত চলাতেই না পারি তবে কি করব? ফোন কি শোকেসে রাখার জন্য কিনেছি?
অনেকেই বেশি র্যামের ফোন কিনে কিন্তু তাও মনের মত স্পিড পায় না। এটা অনেকটা "যত আয় তত ব্যয়" কথার মত। তাই নিয়ে এলাম সমাধান।
এই অ্যাপ টি যদিও রুটেড ফোনে খুব ভাল কাজ করে তবে নন রুটেড ফোনেও কাজ করে।
তাই যদি আপনি ফোন রুট করতে ভয় পান সেক্ষেত্রেও আপনি এই অ্যাপ ব্যবহার করে ভাল ফল পাবেন। রুটেড ফোনের জন্য সর্বোত্তম সুবিধা পাবার জন্য ফোনে Xposed ইন্সটল করতে হবে। কারন এটা মডিউল হিসেবেও কাজ করবে। মডিউল কিভাবে একটিভ করতে হয় সেটা যদি না জেনে থাকেন তবে এই সিরিজের ২ নং পর্ব দেখুন।
অ্যাপ টি সম্পর্কে বিস্তারিত জানিঃ
নামঃ Smart Booster Pro.
ধরনঃ পেইড অ্যাপ।
সাইজঃ মাত্র ৩ এমবি।
নিচের দেয়া লিংক থেকে ডাউনলোড করে নিন।ফিচারঃ ক্লিনার, র্যাম বুস্টার, অটো বুস্টার, অ্যাপ ম্যানাজার, ক্যাচ ক্লিনার সহ অনেক ফিচার।
কার্যপদ্ধতিঃ
ননরুটেডঃ
ডাউনলোড করে ইন্সটল দিন। অ্যাপ ওপেন করুন। অপশন থেকে সেটিং এ যান। Floating Widget থেকে Show Floating Widget এর পাশে টিক দিন। এবার স্টাটাস বারে দেখুন একটা আইকন এসেছে। ওখানে ক্লিক দিলেই আপনার র্যাম ফ্রি হবে। আরো অপশন এর জন্য সেটিং এ দেখুন।
রুটেডঃ
রুটেডরা সবসময় বেশি পায়। নন রুটের মত কাজ গুলো করুন। Xposed এ গিয়ে মডিউল একটিভ করুন। এবার ফোন রিবুট দিন। তারপর অ্যাপ ওপেন করে Setting > Experimental এ গিয়ে দুটোতেই টিক দিন।
যখন দেখবেন ফোন স্লো হচ্ছে, স্টাটাস বারের আইকনে চাপ দিন, আর দেখুন যাদু।
আমার ফোনেরঃ
Smart Booster Pro: https://www.up-4ever.com/s62sl295nd4p
ডাউনলোড করার জন্য Free Download এ ক্লিক করুন, ক্যাপচা সংখ্যা লিখুন, ওয়েট করুন, টাইমার শেষ হলে Create Download Link এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করার সময় UC Browser/Firefox/Chrome/Puffin ব্যবহার করুন
ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পরবর্তী টিউন নিয়ে হাজির হব আপনাদের সামনে।
ততক্ষণ পর্যন্ত ভাল থাকুন, সুস্থ থাকুন।
আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।
Smart Booster Pro: https://www.up-4ever.com/s62sl295nd4p