অ্যান্ড্রয়েড রুটেড অ্যাপ ও ফোন কাস্টমাইজেশন। [পর্ব-০২] :: মডিউল এক্টিভ করা ও প্রথম কাজ হিসেবে ফোনের টাচ পয়েন্টার চেঞ্জ করা।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে টিউন শুরু করছি।

বর্তমানে প্রায় অধিকাংশ অ্যান্ড্রয়েড ইউজারই তাদের ফোন রুট করে থাকেন। কিন্তু তারা রুটের পুর্ণ সুবিধা নিতে পারেন না। মূলত তাদের উদ্দেশ্যেই আমার এই ধারাবাহিক টিউন শুরু করা। আশা করি আপনারা আমার সাথে থাকবেন।

কিছু কথাঃ

  • টিউন এর সকল কাজ রুটেড অ্যান্ড্রয়েড ফোনের জন্য, তাই এই টিউন এর আগে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার ফোন রুটেড এবং এর রিস্ক সম্পর্কে পুর্ণ অবহিত।
  • টিউন এর সকল কাজ আমি ট্রাই করে তবেই দিব, আর পদ্ধতি গুলো সহজ, নিরাপদ তবুও আপনার ফোনের কোন রকমের ক্ষতির জন্য আমি দ্বায়ী থাকব না।

আজকের পর্বঃ Xposed থেকে মডিউল একটিভ করা ও প্রথম কাজ হিসেবে ফোনের টাচ পয়েন্টার চেঞ্জ করা।

আপনি যদি Xposed এ প্রথমবার হোন, তবে শুরু করুন। আগের পর্বে অ্যাপ টার লিংক দিয়েছিলাম, কেউ মিস করে থাকলে নিচের দেয়া লিংক ডাউনলোড করে নিন। এবার ইন্সটল করে ওপেন করুন।

এর ইন্টারফেসঃ

এবার যে কাজটি করব, সেটি শুধুমাত্র একবারেই করতে হবে, পরে আর করতে হবে না। Framework সিলেক্ট করুন। তারপর Install/Update এ ক্লিক করুন। কিছুক্ষন সময় নিবে। তারপর রিবুট চাইবে। রিবুট দিন। কাজ শেষ।

 

যেভাবে মডিউল একটিভ করবেনঃ

এখানে মডিউল হিসেবে Pointer Replacer কে ব্যবহার করা হয়েছে। সব মডিউল এর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। নিচের দেয়া লিংক হতে Pointer Replacer নামের অ্যাপ/মডিউল ডাউনলোড করুন। ইন্সটল করে নিন। তারপর Xposed Installer এ যান। সেখান থেকে Module এ যান। দেখবেন নিচের স্ক্রিনশট এর মত এসেছেঃ

Pointer Replacer এর পাশে টিক দিন। এবার অ্যাপ ওপেন করুন। রিবুট চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। কিন্তু সব কাজ শেষে রিবুট দিতে হবে তাছাড়া মডিউল কাজ করবেনা।

 

 যেভাবে টাচ পয়েন্টার পরিবর্তন করবেনঃ

 

Developer Option থেকে Show Touch অন করে দিন। Pointer Replacer ওপেন করুন। প্রথমবার হলে পয়েন্টার ইন্সটল করতে বলবে। ইন্সটল দিন। এবার Change Pointer এ ক্লিক করে পছন্দ মত পয়েন্টার সিলেক্ট করুন। তারপর মেনু থেকে Apply Pointer এ ক্লিক করুনঃ

বিবুট দিন। কাজ শেষ, আর যাদু নিজের চোখেই দেখুন। আমারটাঃ

ডাউনলোড করার জন্য Free Download এ ক্লিক করুন, ক্যাপচা সংখ্যা লিখুন, ওয়েট করুন, টাইমার শেষ হলে Create Download Link এ ক্লিক করে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার সময় UC Browser/Firefox/Chrome/Puffin ব্যবহার করুন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পরবর্তী টিউন নিয়ে হাজির হব আপনাদের সামনে।
ততক্ষণ পর্যন্ত ভাল থাকুন, সুস্থ থাকুন।

Level 2

আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Recently ekta Samsung J2 root korar por Xposed Install korlam but app er vetor theke framework install kora jay na abar XDA forum theke flashable framework download kore TWRP diye flash kore framework install korle bootloop kore. Onek frustrated holam! 🙁