অ্যান্ড্রয়েড রুটেড অ্যাপ ও ফোন কাস্টমাইজেশন। [পর্ব-০১] :: বেসিক কিছু অ্যাপ পরিচিতি।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে টিউন শুরু করছি।

বর্তমানে প্রায় অধিকাংশ অ্যান্ড্রয়েড ইউজারই তাদের ফোন রুট করে থাকেন। কিন্তু তারা রুটের পুর্ণ সুবিধা নিতে পারেন না। মূলত তাদের উদ্দেশ্যেই আমার এই ধারাবাহিক টিউন শুরু করা।

আশা করি আপনারা আমার সাথে থাকবেন।

কিছু কথাঃ

  • টিউন এর সকল কাজ রুটেড অ্যান্ড্রয়েড ফোনের জন্য, তাই এই টিউন এর আগে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার ফোন রুটেড এবং এর রিস্ক সম্পর্কে পুর্ণ অবহিত।
  • টিউন এর সকল কাজ আমি ট্রাই করে তবেই দিব, আর পদ্ধতি গুলো সহজ, নিরাপদ তবুও আপনার ফোনের কোন রকমের ক্ষতির জন্য আমি দ্বায়ী থাকব না।

আজকের পর্বঃ রুটেড ফোনের জন্য কিছু অ্যাপ এর পরিচিতি। যা পরবর্তিতে ফোন কাস্টমাইজেশন এ কাজে লাগবে।

১। Xposed Installer.

রুটেড ফোন কাস্টমাইজেশন এর জন্য এই অ্যাপ খুবই গুরুত্বপূর্ণ। যা পরবর্তী টিউন এ বুজতে পারবেন। যে কোন কাজ রিস্ক ছাড়া করতে এর জুড়ি নেই। যেটা নতুনদের কাছে খুব সহায়ক।

নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

২। Busy Box Pro Installer.

রুটেড ফোনের পুর্ণ সুবিধা পাওয়ার জন্য এই অ্যাপ ইন্সটল করা করে ফোনে Busy Box ইন্সটল করে নিতে হবে। আপনার ফোন রুটেড হওয়া সত্বেও কিছু রুটেড অ্যাপ ব্যবহার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত Busy Box ইন্সটল করবেন না।

নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

৩। Lucky Patcher.

মুলত এই অ্যাপ এর মাধ্যমে বিভিন্ন অ্যাপ ও গেমের পারচেজ হ্যাক করা হয়। কিন্তু আমরা এর মাধ্যমে অ্যাপ মোডিফাই করব। তাই লিস্টে এই অ্যাপ চলে এলো।
এর নতুন ভার্সন 6.4.4.

নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

পরিশেষে বলতে চাই এই অ্যাপ গুলো পরের টিউটোরিয়াল এর জন্য দরকার হবে তাই ফোনে ইন্সটল করে রাখুন।

ডাউনলোড করার জন্য Free Download এ ক্লিক করুন, ক্যাপচা সংখ্যা লিখুন, ওয়েট করুন, টাইমার শেষ হলে Create Download Link এ ক্লিক করে ডাউনলোড করে নিন।

ডাউনলোড করার সময় UC Browser/Firefox/Chrome/Puffin ব্যবহার করুন

ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পরবর্তী টিউন নিয়ে হাজির হব আপনাদের সামনে।
ততক্ষণ পর্যন্ত ভাল থাকুন, সুস্থ থাকুন।

Level 2

আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস