হ্যালো টিউনার'স
কেমন আছেন সবাই।আশা করি ভাল আছেন।আমিও ভাল আছি।আজকে আমি আপান্দের সাথে একটি মজার ট্রিক শেয়ার ক্করতে যাচ্ছি। আশা করি সবার ভাল লাগবে।আমাদের মদ্ধে অনেকেই আছেন বিশেষ করে ইউনিভার্সিটি,মেডিকেল লেভেল এ জারা আছেন তাদেরকে অঙ্ক বড় বড় ইংলিশ বুক পরা লাগে। এত বই পরা অনেক বিরক্তকর একটা বিশয়। কিন্তু কেমন হয় এই কাজ টি যদি আপনার প্রান প্রিও আন্ড্রইড মোবাইল করে দেয়।
তো চলুন দেখে নেই কিভাবে এই মজার কাজ টি খুব সহজে করা যায়।
১।প্রথমে গুগল এ সার্চ করে অথবা প্লে স্টোর থেকে নামিয়ে ফেলুন moon reader pro. আমি বলব গুগল থেকে নামাতে কারন ওখানে আপনি পাইদ অ্যাপ ফ্রী পাবেন।
২।অ্যাপ টি নামানর পর আপনি ইন্সটল করুন।এরপর অ্যাপ এ যান।
৩।এরপর অ্যাপ এর সাইড এ একটি অপশন আছে মাই সেলফ। অইটায় ক্লিক করে আপনার বুক এর পাথ সিলেক্ট করেন।
৪।দেখবেন আপনার বুক টি স্কান করে নিয়েছে।
৫। এরপর আপনার বুক এ প্রবেশ করেন। এরপর স্ক্রীন এর মাঝখানে ক্লিক করুন।দেখবেন একটি বড় অপশন আসবে সেখানে speak এই অপশন টি সিলেক্ট করুন।
৬।সিলেক্ট হয়ে গেলে নিচে speak এর একটি আইকন আসবে সেটায় ক্লিক করুন।
৭।এরপর আপনার ডিফল্ট ভয়েস সেলচত করুন।
ব্যাস কাজ শেষ,এখন একটি হেড ফোন লাগিয়ে আরামসে বুক এর পরা গুল শুনুন। আশা করি সবাই বুজতে পেরেছেন।
যদি কেউ বুজতে না পারেন তাহলে নিচের ভিডিও টি দেখতে পারেন।
আর কার কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন।
আমি নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলা কাজ হবে?