বাংলালিংক আর আইটেল নিয়ে এসেছে দারুণ এক স্মার্টফোন। আইটেল আইটি স্মার্টফোনটি তারা ্এনেছে মাত্র ২৫৯৯ টাকায়। যাকে বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনই বলা যায়।
স্মার্টফোনটির স্পেসিফিকশন হল-
- 3.5” Display: ডিসপ্লে সাইজটা একটু ছোট, কিন্তু দামের তুলনায় মেনে নিতেই হবে।
- Android 5.1: এন্ড্রয়েড ললিপপ ব্যবহার করা হয়েছে এতে।
- 1.2 GHz QUAD Core: আপনার ফোনটি চলবে বেশ স্মুথ।
- Long Battery 1400mAh: ব্যাটারিও মোটামুটি ভাল।
- 3G network: থ্রিজি তো থাকছেই।
- Dual Sim: এখন কি আর সিঙ্গেল সিম চলে নাকি।
- 2 MP back / VGA front camera: মোটামুটি। দাম অনুযায়ী যথেষ্ট ভাল।
- 512 MB RAM + 4GB ROM: এই দামে এর বেশি চাওয়া উচিৎ না।
- মূল্য ২,৫৯৯ টাকা: একদম নাগালের মধ্যেই!
ফোনটির সাশ্রয়ী মূল্যের পাশাপাশি রয়েছে আরো চমৎকার অফার। ৬ জিবি ইন্টারনেট এবং ৯০০ মিনিট টকটাইম। জেনে নিন বিস্তারিত-
- আপনি বাংলালিংক এর নতুন বা বর্তমান প্রিপেইড/কল অ্যান্ড কন্ট্রোল/টিউন পেইড গ্রাহক হলে এই অফারটি উপভোগ করতে পারবেন
- সর্বমোট ৬ জিবি ইন্টারনেট, ৪৫০ মিনিট অন-নেট টকটাইম (বাংলালিংক থেকে বাংলালিংক) আর ৪৫০ মিনিট অফ-নেট টকটাইম (অন্য অপারেটর) পাবেন স্মার্টফোনটির সাথে
- ৩ মাসজুড়ে প্রতি মাসে আপনি পেয়ে যাবেন ২ জিবি ইন্টারনেট, ১৫০ মিনিট অন-নেট আর ১৫০ মিনিট অফ-নেট টকটাইম। প্রতি কিস্তির মেয়াদ ৩০ দিন
- প্রথম ২ জিবি বোনাস ইন্টারনেট পেতে “itel” লিখে 4321 নাম্বারে এসএমএস পাঠাতে হবে। বোনাস সর্বোচ্চ ৯৬ ঘণ্টার মধ্যে বিতরণ করা হবে
- বোনাস ইন্টারনেট চেক করতে ডায়াল করুন *124*5#। অন-নেট বোনাস মিনিট চেক করতে *124*13# আর অফ-নেট বোনাস মিনিট চেক করতে *124*15# ডায়াল করুন
- 3G স্পিড উপভোগ করতে আপনাকে *5000*545# ডায়াল করতে হবে আর 3G কাভারেজের মধ্যে থাকতে হবে, অন্যথায় 2G ব্যবহার করতে পারবেন
- বোনাস ইন্টারনেট শেষ হবার পর অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে ‘pay-as-you-go’ (০.০১৫ টাকা/ কেবি) হিসাবে চার্জ প্রযোজ্য হবে, যতক্ষণ পর্যন্ত কোন প্যাক সাবস্ক্রাইব না করবেন (এসডি + ভ্যাট + এসসি প্রযোজ্য)
- ‘itel’ হ্যান্ডসেটের বিক্রয়োত্তর সেবা এবং ওয়ারেন্টির দায়-দায়িত্ব বহন করবে
- অফারটি সীমিত সময়ের জন্য
ফোনটি কিনতে চাইলে নিকটস্থ বাংলালিংকের কাস্টমার কেয়ারে খোঁজ করুন।
সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+ আইটি ব্লগ
ফোনটি বেশিক্ষণ কথা বললে গরম হয়ে যায়।
চার্জ দেয়ার সময় গরম হয়ে যায়।
ইন্টারনেট ব্যবহার করার সময় গরম হয়ে যায়।