সাশ্রয়ী মূল্যে চমৎকার স্মার্টফোন বাংলালিংক ITEL IT1355

বাংলালিংক আর আইটেল নিয়ে এসেছে দারুণ এক স্মার্টফোন। আইটেল আইটি  স্মার্টফোনটি তারা ্‌এনেছে মাত্র ২৫৯৯ টাকায়। যাকে বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনই বলা যায়।

স্মার্টফোনটির স্পেসিফিকশন হল-

বাংলালিংক iTel it1355

  • 3.5” Display: ডিসপ্লে সাইজটা একটু ছোট, কিন্তু দামের তুলনায় মেনে নিতেই হবে।
  • Android 5.1: এন্ড্রয়েড ললিপপ ব্যবহার করা হয়েছে এতে।
  • 1.2 GHz QUAD Core: আপনার ফোনটি চলবে বেশ স্মুথ।
  • Long Battery 1400mAh: ব্যাটারিও মোটামুটি ভাল।
  • 3G network: থ্রিজি তো থাকছেই।
  • Dual Sim: এখন কি আর সিঙ্গেল সিম চলে নাকি।
  • 2 MP back / VGA front camera: মোটামুটি। দাম অনুযায়ী যথেষ্ট ভাল।
  • 512 MB RAM + 4GB ROM: এই দামে এর বেশি চাওয়া উচিৎ না।
  • মূল্য ২,৫৯৯ টাকা: একদম নাগালের মধ্যেই!

ফোনটির সাশ্রয়ী মূল্যের পাশাপাশি রয়েছে আরো চমৎকার অফার। ৬ জিবি ইন্টারনেট এবং ৯০০ মিনিট টকটাইম। জেনে নিন বিস্তারিত-

  • আপনি বাংলালিংক এর নতুন বা বর্তমান প্রিপেইড/কল অ্যান্ড কন্ট্রোল/টিউন পেইড গ্রাহক হলে এই অফারটি উপভোগ করতে পারবেন
  • সর্বমোট ৬ জিবি ইন্টারনেট, ৪৫০ মিনিট অন-নেট টকটাইম (বাংলালিংক থেকে বাংলালিংক) আর ৪৫০ মিনিট অফ-নেট টকটাইম (অন্য অপারেটর) পাবেন স্মার্টফোনটির সাথে
  • ৩ মাসজুড়ে প্রতি মাসে আপনি পেয়ে যাবেন ২ জিবি ইন্টারনেট, ১৫০ মিনিট অন-নেট আর ১৫০ মিনিট অফ-নেট টকটাইম। প্রতি কিস্তির মেয়াদ ৩০ দিন
  • প্রথম ২ জিবি বোনাস ইন্টারনেট পেতে “itel” লিখে 4321 নাম্বারে এসএমএস পাঠাতে হবে। বোনাস সর্বোচ্চ ৯৬ ঘণ্টার মধ্যে বিতরণ করা হবে
  • বোনাস ইন্টারনেট চেক করতে ডায়াল করুন *124*5#। অন-নেট বোনাস মিনিট চেক করতে *124*13# আর অফ-নেট বোনাস মিনিট চেক করতে *124*15# ডায়াল করুন
  • 3G স্পিড উপভোগ করতে আপনাকে *5000*545# ডায়াল করতে হবে আর 3G কাভারেজের মধ্যে থাকতে হবে, অন্যথায় 2G ব্যবহার করতে পারবেন
  • বোনাস ইন্টারনেট শেষ হবার পর অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে ‘pay-as-you-go’ (০.০১৫ টাকা/ কেবি) হিসাবে চার্জ প্রযোজ্য হবে, যতক্ষণ পর্যন্ত কোন প্যাক সাবস্ক্রাইব না করবেন (এসডি + ভ্যাট + এসসি প্রযোজ্য)
  • ‘itel’ হ্যান্ডসেটের বিক্রয়োত্তর সেবা এবং ওয়ারেন্টির দায়-দায়িত্ব বহন করবে
  • অফারটি সীমিত সময়ের জন্য

ফোনটি কিনতে চাইলে নিকটস্থ বাংলালিংকের কাস্টমার কেয়ারে খোঁজ করুন।

সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+ আইটি ব্লগ

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফোনটি বেশিক্ষণ কথা বললে গরম হয়ে যায়।
চার্জ দেয়ার সময় গরম হয়ে যায়।
ইন্টারনেট ব্যবহার করার সময় গরম হয়ে যায়।

    সত্যি বলতে কি, সস্তা জিনিসের এমন দিক থাকবেই। কিন্তু দামের বিবেচনায় ফোনটা বেশ ভাল নয় কি? যেখানে স্যামসাংয়ের কত দামী মোবাইলে রীতিমত আগুন ধরে যায়।