বিসমিল্লাহি রহমানির রহিম
(বিঃদ্রঃ আমার কোন লিখা বা অন্য কিছুই কপি করার চেষ্টা করবেননা আশা করি)
TWRP,Root,ব্যাকআপ নিয়া আলোচনা করেছিলাম। প্রয়োজনে এই খানে ক্লিক করুন।
রমটির নাম Amigo 3.1.10
Screenshot
যা যা লাগবে ইন্সটল করতে 🙂
Custom Rom Link : click here
Bugs Fixed : Click Here
কিভাবে রম ব্যাকআপ রাখবেন ? নিচে নিয়ম দেয়া আছে 🙂
এই ৪টি ফরমেট(WIPE) করবেন।
এখন ইন্সটল জিপ ফাইল এ যাবেন, সেখান থেকে আপনার মেমোরি হতে
রমটির জিপ ফাইল টি দেখিয়ে দিবেন আর ইন্সটল শুরু হবে।
ইন্সটল ৫মিনিট এর মদ্ধে শেষ হবে। এর পর আপনি আরেকটি বাগ ফিক্স ফাইল
কোনো WIPE ছাড়া স্বাভাবিক ভাবে আবারো ইন্সটল করবেন।
Install Finished
এখন আপনার রমটি ইন্সটল করা শেষ এবং উপভুগ করুন সুন্দর Amigo 3.1.10 রমটি
{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }
এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন
এই রমটি সর্বপ্রথম এই টেকটিউনস ওয়েবসাইট এই টিউন করা হয়েছে।
ইচ্ছে হলে আমাকে ফেসবুক এ পেতে যোগাযোগ করুন এইখানে।
এবং এন্ড্রয়েড আলোচনা পেজ, এইখানে ক্লিক করুন।
(ধন্যবাদ সবাইকে,ভাল থাকবেন এবং নতুন নতুন রম সহ আরও অন্যান্য টিউন করব ইনশা-আল্লাহ, তাই টেকটিউনস এর সাথেই থাকুন )
চলে যাচ্ছি, দেখা হবে আগামি টিউন এ
আমি নাঈম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার একটা LG K10-F670L কোরিয়ান মোবাইল আছে। ফোনটার সবকিছু ভাল কিন্তু কিছু মারাত্মক সমস্যা আছে আর এ সমস্যা গুলা আমি ঠিক করতে পারছি না। কেও যদি পারেন আমাকে বলবেন প্লিজ। সমস্যা গুলা হলো:
১. নেটওয়ার্ক সেটিংস 3G only or 2G only করা যাই না।
২.Ussd code dail করলে কিছু কোড কাজ করে আর কিছু কোড call হতে লাগে কোনো মোবাইল নাম্বার এর মত! এ ২ টা সমস্যা সমাধান কেও যদি করতে পারেন প্লিজ আমাকে টিউমেন্টএ জানাবেন’