হ্যালো টিউনার'স
আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।
আর ভাল আছি বলেই আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন নতুন কিছু ট্রিক্স নিয়ে। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে কিভাবে android মোবাইল এর delete হউয়া সকল ফাইল রিকভার করবেন।
এটা হইত বহু মানুষের কাঙ্খিত একটা বিষয়।
তো চলুন সুরু করা যাক।।
প্রথমে বলে রাখি আপনার এবং আপনার বন্ধুর মোবাইল কিন্তু অবশ্যয় রুট করা হতে হবে। এছাড়া কাজ করবেনা।
তো জারা রুট করতে পারেন না তারা অবশ্যয় গুগল থেকে দেখে নিবেন।
এখন জা জা লাগবে।
১।প্রথমে গুগল থেকে undeleter recover files & data এই অ্যাপ টি ডাউনলোড করে নিন। পারলে ফুল ভার্সন ডাউনলোড করে নিবেন।
২। অ্যাপ টি ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন।এরপর অ্যাপ এ যান। অ্যাপ এ দেখবেন ২ টি অপশন আসবে। সেখান থেকে আপনি জেই ধরনের ফাইল রিকভার করতে চান সেটি সিলেক্ট করুন।
৩।যদি আপনি আপনার পেরসনাল এসএমএস, কল লগ এগুলা রিকভার করতে চান তাহলে নিচে ছাপুন আর যদি কোন ফাইল কিনবা অ্যাপ রিকভার করতে চান তাহলে উপরে সিলেক্ট করুন।
৪।আপনার রুট পারমিসন চাইবে। সেটা গ্রান্ট করুন।
৫।এরপর ডীপ স্কান এ সিলেক্ট করে আপনি আপনার জেই ফরম্যাট এর ফাইল রিকভার করতে চান সেটি সিলেক্ট করেন। কিছুখুন অপেক্ষা করলে দেখতে পারবেন আপনার হারানো ফাইল।সেটা রিকভার করুন।
আশা করি বুজতে পেরেছেন। কেউ যদি বুজতে না পারেন তাহলে ভিডিও টি দেখতে পারেন।
আর কোন সমস্যা থাকলে আমাকে অবশ্যয় জানাবেন।
আর আমার চ্যানেল এ ঘুরে আশতে পারেন এরকম নতুন নতুন ট্রিক্স এর জন্য।। ধন্যবাদ।।
আমার আগের টিউন গুল দেখতে পারেন।
পেন ড্রাইভ এর ০ বাইট স্পেস প্রব্লেম থেকে নিয়ে নিন চির মুক্তি ১০০% কার্যকর
বন্ধুর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চান? নিয়ে নিন সমাধান।নিউ ট্রিক্স।।
প্লে স্টোরের সকল পেইড অ্যাপ ডাউনলোড করে নিন সম্পূর্ণ ফ্রী তে।।১০০% কার্যকর।
আপনার ল্যাপটপ কি পুরুষ নাকি মহিলা আজই জেনে নিন।
Android এর গ্যালারিকি সত্যিই প্রটেক্টেড? খুব সহজে বাইপাস করুন গ্যালারি লক.১০০% কার্যকর।
উইন্ডোজ এর পাসওয়ার্ড হ্যাক করুন কোন প্রকার সফটওয়্যার ছাড়া। ১০০% কার্যকর।
আমি নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।