আপনার Huawei honor bee android ফোনে lollipop notification panel ব্যবহার করুন সহজেই

সুপ্রিয় Huawei honor bee user,
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি পরম করুনাময়ের অশেষ রহমতে ভালোই আছেন। আমিও সেই মহান সত্ত্বার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ। যায় হোক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার Huawei honor bee y5c Android ডিভাইসে ললিপপ নোটিফিকেশন প্যানেল ব্যবহার করবেন। এই টিউনের মাধ্যমে আপনি ওপারেটরের নামগুলো হাইড করে দিতে পারবেন এবং স্টেটাস বারের ঘড়িটি মাঝ বারাবার আনতে পারবেন। এর জন্য আপনার ডিভাইসটি অবশ্যই রুটেড হতে হবে। কিভাবে আপনার ফোনটি রুট করবেন তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন

এছাড়াও প্রয়োজন হবে ESFile Explorer এবং Lucky Patcher apps দুটি। এগুলোর ডাউনলোড লিংক টিউনের শেষে দেওয়া ভিডিওর ডেসক্রিপশনে পাবেন। তো চলুন শুরু করা যাক...

প্রথমে Lucky Patcher applicationটি ওপেন করুন। এরপর নিচের দিকের Toolbox Optionটিতে যান। এরপর Patch to Android অপশনটিতে যান। এরপর প্রথম তিনটি অপশন মার্ক করে apply বাটনে ক্লিক করুন। এখন আপনার ফোনটি আপনা আপনি restart হবে। রিস্টার্ট হবার পর ES File Explorer ওপেন করুন। এরপর device এ যান। তারপর সিস্টেম ফোল্ডারে যান। Then Priv App ফোল্ডারটিতে যান। এখন settings.apk, settings.odex, systemui.apk এবং systemui.odex ফাইল চারটির backup রাখুন।

এখন settings.odex এবং systemui.odex ফাইল দুটি ডিলিট করে দিন। এরপর নিচের ভিডিওর ডেসক্রিপশন থেকে lollipop notification panel নামের zip ফাইলটি ডাউনলোড করে নিন। এরপর zip ফাইলের ভেতরে থাকা ফাইল তিনটি কপি করে device এ গিয়ে system ফোল্ডারে পেস্ট করুন। এরপর headsup.apk appটি মার্ক করে more অপ্সনটিতে ক্লিক করুন। তারপর properties এ যান এবং rwrr ফরম্যাটে পারমিশন চেন্জ করুন(ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে)। একইভাবে settings.apk এবং systemui.apk app দুটিরও পারমিশন চেঞ্জ করুন।

পারমিশন চেঞ্জ করা হয়ে গেলে এপপ্স তিনটি কপি করে priv app ফোল্ডারে overwrite করুন। সবশেষে আপনার ফোনটি restart করুন।

আপনার কাজ শেষ। ফোনটি on হলেই আপনার Huawei honor bee y5c ফোনটিতে lollipop notification panel দেখতে পাবেন।

টিউটোরিয়ালটি যদি ভালোমত বুঝতে না পারেন তাহলে নিচের ভিডিওটি দেখতে পারেন,

যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি

শেষ কথাঃ
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করতে ভুলবেন না। টিউনে আলোচিত কোন বিষয় বুঝতে যদি কারও কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরিশেষে সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজকের মত এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ।

Level 4

আমি মুহাম্মাদ আব্দুল আলিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।