হ্যালো টিউনারস, আসসালামুয়ালাইকুম।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজকের এই পরবে আমি আপনাদের দেখাব কিভাবে Android এ গ্যালারি লককে বাইপাস করবেন। সাধারণত আমরা আমদের অনেক প্রাইভেট ছবি, ভিডিও থাকে যেগুলো হইত আপনি চান্না কেউ দেখুক যার জন্য আমরা গ্যালারি কে লক করে রাখি।কিন্তু ৩য় পার্টি সফটওয়্যার দিয়ে করা লক কি আশলেই আপনাকে সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে।
আজকের পর্বে আমি দেখাব কিভাবে আপনি এই লক কে খুব সহজে বাইপাস করতে পারবেন।
চলুন সুরু করা যাক।
...
Android এ সাধারণত সাধারন কিছু অ্যাপ দিয়ে এই লচকগুল করা হয়।আপনি এটাকে সাধারন ভাবে ভিউ করতে পারবেন না।
এর জন্য আপনাকে পাসওয়ার্ড এর দরকার হবে।
কিনতু পাস ওয়ার্ড ছাড়া খুলতে গেলে আপনাকে একটি আলাদা অ্যাপ এর প্রয়োজন হবে।
এই অ্যাপ টি সাধারণত ৯০% মানুশের কাছেই থাকে সেটি হল শেয়ার ইট।
হ্যাঁ এই শেয়ার ইট ব্যবহার করে খুব সহজে আপনি এই ফটো এর লক কে বাইপাস করতে পারবেন।
শেয়ার ইট ওপেন করেন সেন্ড এ ক্লিক দিলে আপনাকে আপনার মোবাইল এর সকল ফটো,অ্যাপ, ভিডিও, ফাইল দেখাবে।
ওখানে আপনি সুধু ফটো তে ক্লিক দিবেন।আর দেখবেন আপনি লক করা ডিভাইস এর সকল ফটো এক্সসেস করতে পারতেসেন।
আপনি চাইলে সেই ফটোকে ট্রান্সফারও করতে পারবেন।
আশা করি সবাই বুজতে পেরেছেন, যদি কেউ বুজতে না পারেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন।
https://www.youtube.com/watch?v=zPsIEbuTgxI
আর এর পরেও যদি কোন সমস্যা থাকে তাহলে টিউমেন্ট এ অবশ্যয় জানাবেন।
আমার চ্যানেলে চাইলে ঘুরে আশতে পারেন নতুন নতুন টিপস অ্যান্ড সলিউসন এর জন্য।।
আমি নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।