Walton Primo NH এবং NH Lite এর জন্য TWRP,Root,স্টক রম নিয়া সম্পূর্ণ আলোচনা [পর্ব-০১]

                                          বিসমিল্লাহি রহমানির রহিম

আজকে TWRP,Root,স্টক রম নিয়া আলোচনা করবো শুধুমাত্র  Walton Primo NH এবং NH Lite মোবাইল নিয়া

😈 [ বিঃদ্রঃ আমার কোন লিখা কপি করার চেষ্টা করবেননা আশা করি ] 😈

ডাউনলোডের আগে নতুন পুরনো সকলের জন্য রুট প্রক্রিয়াটা আরও একবার বর্ণনা করছি

Tools Link:

প্রথমে আপনাকে টুলস গুলো ডাউনলোড করতে হবে

TWRP Recovery  Ported By Abdul Alim

Sp Flash Tool

MT6580_Android_scatter For Primo NH User

MT6580_Android_scatter For Primo NH Lite User

USB Driver

TWRP Installation:

ভিডিও টি দেখলেই হবে 🙂

ইউটিউব এ Walton Primo N2 এর ভিডিও টি দেখুন একই সিস্টেম Primo NH এবং NH Lite এর তাই দেখতে ক্লিক করুন

কিভাবে রম ব্যাকআপ রাখবেন ? নিচে নিয়ম দেয়া আছে  🙂

এবার সেটটা বন্ধ করুন।
১) সেট বন্ধ অবস্থাই Volume UP + Power Button একসাথে প্রেস করে Recovery Mod এ যান।
২) Recovery Mod এ গেলে দেখবেন Backup আছে তাতে ঢুকেন।
৩) Backup এর ভিতর দেখবেন Backup অপশন আছে সব কিছু Select করে ব্যাকআপ করবেন।
৪) ক্লিক করেন আর ওয়েট করুন। একটু টাইম লাগবে ব্যাকআপ হতে।
৫) ফুল ব্যাকআপ হয়ে গেলে সেট রিবুট দেন অ্যান্ড মেমরি কার্ড এ দেখেন TWRP নামে ফোল্ডার হইছে। ৬) এর ভিতর Backup ফোল্ডার আছে এবং তার ভেতর Date & Time দেয়া একটা ফোল্ডার।
৭) এইটাই আপনার Stock Rom ব্যাকআপ।
এইটা সংগ্রহ করুন।
কিভাবে রুট করবেন !
এই লিঙ্ক থেকে Super Su টি ডাউনলোড করুন
ডাউনলোড শেষ হলে সেট বন্ধ অবস্থাই Volume UP + Power Button একসাথে প্রেস করে Recovery Mod এ যান
তারপর জিপ ফাইলটি TWRP দিয়ে ইন্সটল করুন, ইন্সটল শেষ হলে অটো রিস্টার্ট নেবে। তারপর মোবাইল ওপেন হলে দেখবেন নতুন Super Su অ্যাপ এসেছে, অ্যাপ এ প্রবেশ করে অ্যাপটি ইন্টারনেট দিয়ে আপডেট করবেন তাহলেই কাজ শেষ। আপনার সেট রুটেড।

{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }

এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন

এই রমটি সর্বপ্রথম এই টেকটিউনস  ওয়েবসাইট এই টিউন করা হয়েছে। ​​​​​​​

ইচ্ছে হলে আমাকে ফেসবুক এ পেতে যোগাযোগ করুন এইখানে

এবং এন্ড্রয়েড আলোচনা পেজ, এইখানে ক্লিক করুন

(ধন্যবাদ সবাইকে,ভাল থাকবেন এবং নতুন নতুন রম  সহ আরও অন্যান্য টিউন করব ইনশা-আল্লাহ, তাই টেকটিউনস এর সাথেই থাকুন  )

চলে যাচ্ছি, দেখা হবে আগামি টিউন এ

7VLXuuR.gif

Level 0

আমি নাঈম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস