এন্ড্রয়েড/আইফোন দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন সহজ পদ্দতিতে

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চই ভালো। আজকে আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এন্ড্রয়েড /আইফোন দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। অবশ্যই এটা নিয়ে অনেকেই অনেক টিউন করেছেন।এবং আমি ও করেছি, কিন্তু তার পরেও আজকে নতুনদের জন্যে টিউন লিখতে বসলাম। সবাইতো আর পুরনো নয়।প্রতিদিন নতুনরা এসে এই প্লাটফর্মে যুক্ত হচ্ছে তাই তাদের জন্যে লিখতে হবেনা আপনিই বলুন।যাক এবার বকবক বাদ দিয়ে কাজের কথায় আসি।শুরুতেই নিচের দেয়া লিংক থেকে Ereser সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এন্ড্রয়েড এর জন্য download Ereser software apk

তারপর আবার Picsart সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করুন। এন্ড্রয়েডের জন্যে Download Picsart Software apk

আইফোনের জন্যে সফটওয়্যার দুটি ডাউনলোড করতে Apps Store এ গিয়ে প্রথমে Ereser তারপর Picsart লিখে সার্চ দিন, পেয়ে যাবেন। কাজের পদ্দতি একই।

আগে থেকে যদি আপনার মোবাইলে এই সফটওয়্যার দুটি ইন্সটল করা থাকে তবে সেগুলো আনইন্সটল করে ফেলুন, কারণ নতুন ভার্শনে অনেক আপডেট ফিচার যুক্ত হয়েছে

এবার কাজ শুরু করার পালা আশা করছি এগুলো আপনার মোবাইলে ইতিমধ্যে ইন্সটল হয়ে গেছে। Ereser Software টি ওপেন করুন নিচের ছবির মতো একটি উইন্ডো আসবে

এবার আপনি Load Photo তে ক্লিক করলে গ্যালারী ওপেন হবে। এখন গ্যালারী থেকে আপনার ইচ্ছামতো যেকোনো ছবি নিয়ে কাজ শুরু করুন।

আরো ভালো করে যদি বুঝতে চান তবে নিচের এই ভিডিওটি দেখে দেখে কাজ করুন।


আশা করি বুঝতে আর কোন সমস্যা হবেনা। তার পরেও কারো কোন সমস্যা হলে আমাকে টিউমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।

আমার আগের টিউনগুলো

এন্ড্রোইড দিয়েই প্রফেশনাল ভিডিও এডিটিং। (With Change Video background)

এন্ড্রোইড দিয়েই প্রফেশনাল ভিডিও এডিটিং  (With Change Video Background)  পর্ব (২)

এন্ড্রোইড দিয়েই প্রফেশনাল ভিডিও এডিটিং। (With Change Video Background) পর্ব (৩)

স্বপ্ন নয় সত্যি ! এন্ড্রোইড দিয়ে হলিউড মুভির মতো ডাইনোসর, কিংকং ইত্যাদি ইফেক্ট দিন আপনার ভিডিওতে। (Update)
এন্ড্রোইড জগতে অসম্ভব বলে কিছু নাই ! জি এবার আপনার এন্ড্রোইড মোবাইল দিয়েই, যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবরতন করুন, খুব সহজেই।

আজ থেকে এন্ড্রোইড দিয়েই হাজার হাজার ছবি রিসাইজ করুন এক ক্লিকে (পেইড এপ)

আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।

আপনার এন্ড্রোইড মোবাইলে কম্পিউটার থেকে থেকে ফাইল আনা-নেওয়া করতে পারছেননা, এই নিন সমাধান।

 

Level 1

আমি আমিনুর রহমান জিলু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি তাই জানতে চাই, জানাতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস