পিসি ব্যবহার করা ছাড়া Android দিয়েই Android Device Root করুন

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার টিউনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ]

আজকের টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা এন্ড্রয়ড ফোন রুট করতে পারি পিসি ব্যবহার করা ছাড়া এন্ড্রয়ড ফোন ব্যবহার করেই এন্ড্রয়ড ফোন রুট করা যায়।

রুট করার আগে একটা বিষয় বলে রাখি যদি আপনি রুট করার পরে কি করবেন সেটা সম্পর্কে ভালোভাবে ধারনা না রাখেন তাইলে রুট না করাই বুদ্ধিমানের কাজ হবে। 

প্রথমেই বলে  কি কি দরকার হবে:

১. প্রথমেই কিং রুট এপটি ডাউনলোড করে নিতে হবে আপনার এন্ড্রয়ড ডিভাইসে (ডাউনলোড লিঙ্ক)

২. আপনার এন্ড্রয়ড ডিভাইসটি

৩. ব্রেইনের দরকার হবে যেটা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না।

৪. ধৈর্যের দরকার হবে।

নোটঃ এই এপটি ইন্সটল করলে এটার পাশাপাশি অন্য কোনো এপ অটো ইন্সটল হয়ে যাবে না আপনার ডিভাইসে অন্য

রুটিং এপগুলো ইন্সটল করলে যেমন অন্য অযথা এপ অটোম্যাটিকালি ইন্সটল হয়ে যায়।

আপনার ডিভাইসটি কিভাবে রুট করবেন সেটা নিচে স্টেপ বাই স্টেপ দেখানো হলোঃ

স্টেপ ১:

কিং রুট এপটি ইন্সটল করে নিন আপনার এন্ড্রয়ড ডিভাইসে

স্টেপ ২: কিং রুট এপ ওপেন করুন

স্টেপ ৩: সবুজ রঙের ট্যাব ট্যাপ করুন নিচের স্ক্রিনশটে যেটার দিকে ইংগিত করা হচ্ছে

স্টেপ ৪: এবার ব্লু বাটনে ট্যাপ করুন, না বুঝলে নিচের স্ক্রিনশটটি দেখুন

স্টেপ ৫: আপনার এন্ড্রয়ড ডিভাইসটি রিবুট বা রিস্টার্ট করান।

কাজ শেষ!!! আপনার এন্ড্রয়ড ডিভাইসটি এখন সফলভাবে রুট হয়ে গেছে।

টিউনটি ভালো লেগে থাকলে শেয়ার করুন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে টিউনমেন্ট করুন।

আমার সাথে যোগাযোগের জন্যে আমার ফেইসবুক আইডি

আগামী টিউনে আরো ভালো কিছু নিয়ে আসতে পারবো সেই আশা রেখে আজকে এখানেই শেষ করছি সবাইকে

ধন্যবাদ।

Level 0

আমি arvin blue। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস