[Solved] [CWM/TWRP] xposed ইনস্টল করে ফোন বুটলুপ করেছেন কিংবা xposed ব্যবহার করতে ভয় পাচ্ছেন?? নিন সহজ সমাধান।।

             আসসালামুআলাইকুম

টাইটেল দেখে হয়তো বুজে গেছেন কি নিয়ে আজকের টিউন করতেছি।।।।

##☺। আমরা অনেকেই ফোন রুট করি বিভিন্ন কারনে। কাস্টমাইজেশন তার মধ্যে অন্যতম একটি কারন। এর জন্য  বিভিন্ন রুটেড এপপ্স ব্যবহার করি।। xposed তার মধ্যে একটি।।  বিভিন্ন কারণে এটি বেশ জনপ্রিয়।।।। এর সহজ ব্যবহার, চমৎকার ইন্টারফেস, কম ঝুঁকি, কোনো কোডিং এর প্রয়োজন হয় না ইত্যাদি কারণে এর জনপ্রিয়তা এখন তুঁঙ্গে।

## ☺। কিন্তু অনেকেই এটি ব্যবহার করতে চান না।। কারণ এতে ফোন বুটলুপ হবার ভয় থাকে।।। 👍  তাই নিয়ে এলাম সহজ সমাধান।।।

## ☺। বুটলুপ হবার পেছনের কারণ হচ্ছে আপনি এমন এক মডিউল ইনস্টল করেছেন যেটা আপনার ফোনের সাথে সংগতিপূর্ণ নয়। তাই ইনস্টল দেবার আগে দেখে নিন আপনার os এর সাথে মিলে কিনা।।।

## ☺। যা যা লাগবে:  cwm বা twrp রিকভারি, সময়, আর বুটলুপ হওয়া ফোন।।।

Twrp থাকলে:

## ১। প্রথমে ফোন কে রিকোভারি মোড এ নিন।

## ২। তারপর Mount অপশন এর ভিতর ঢুকে Data এর পাশের টিক দিন। তারপর ব্যাক করে আগের যায়গায় ফিরে আসুন। (যদি আগে থেকেই  টিক দেয়া থাকে তাইলে আর কিছু  করার দরকার নাই। ব্যাক করুন।)

## ৩। এরপর  Advance এর ভিতর ঢুকলে File Manager নামের একটা অপশন দেখবেন। সেইটার ভিতর ঢুকুন।

## ৪। দেখবেন আপনার স্টোরেজ এর সব গুলা ফোল্ডার দেখাবে। এইবার খুঁজে খুঁজে/data/data/de.robv.android.xposed.installer/conf/এই লোকেশনে যান। সেখানে modules.list নামের একটা ফাইল আছে। সেটাকে ডিলিট করে দিন।

কাজ শেষ। ফোন চালু করুন।।। ☺☺☺☺। এবার xposed এ গিয়ে নতুন করে মডিউল সিলেক্ট করুন।।

Cwm থাকলে:

## ১। Cwm এ ফাইল ম্যানেজার থাকে না।। তাই প্রথমে ফাইল ম্যানেজার ইনস্টল করে নিতে হয়।।।।

## ২। তাই এখান থেকে   aroma  fm .zip ডাউনলোড করে নিয়ে এসডি কার্ড রাখুন। কোন ফোল্ডার এ রাখবেন না। তারপর এসডি কার্ডটি বুটলুপ ফোনে লাগান

## ৩। cwm এ গিয়ে ‘Mounts and storage’ এ প্রবেশ করুন। Data এবং System Mount করুন। Go Back দিয়ে পূর্বের অবস্থায়ফিরে আসুন।

## ৪। Install zip from SD Card / Internal Storage থেকে Aroma ইন্সটল দিন।

## ৫। দেখবেন নতুন উইন্ডো এসেছে। এখান থেকে twrp তে যে লোকেশন দেয়া আছে সেটায় ঢুকুন। তারপর modules.list ফাইলটি লং প্রেস করে ডিলিট করুন।।

কাজ শেষ।।।।।।

কোনো সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেন না।।।☺☺☺☺

ধন্যবাদ।।

Level 2

আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks