এন্ড্রোইড দিয়েই প্রফেশনাল ভিডিও এডিটিং। (With Change Video Background) Update

এন্ড্রোইড দিয়েই প্রফেশনাল ভিডিও এডিটিং। (With Change Video Background)

  • আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন, বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনার এন্ড্রোইড মোবাইল দিয়েই প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন। অবশ্য সেটা এক পর্বে দেখানো সম্ভব নয়। সকলের সহযোগীতা ও উৎসাহ পেলে আমি কয়েক পর্বে এই ভিডিও এডিটিং এর কাজ শেখাবার চেষ্টা করবো ইনশা আল্লাহ। অনেক বক বক করে ফেললাম এর জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার কাজের কথায় আসা যাক।

আপনার যা যা লাগবে 

একটা ভালো কনফিগারেশনের এন্ড্রোইড মোবাইল। র‍্যামটা কম হলেও ১জিবি হলে ভালো হয়। আর ১.৫ জিবি অথবা ২ জিবি হলেতো কথাই নেইভালো বলতে আমি ভালো ব্রান্ডের মোবাইল এর কথা বলতে যাচ্ছি। চায়না এন্ড্রোইড এর ক্ষেত্রে অনেক টাতে কাজ হয়। আবার অনেকটাতে বিভিন্ন  সমস্যা করতে পারে। যেমন লেয়ার অপশনে ভিডিও লেয়ার আসেনা। সেট হ্যাং হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি।

                                                              নীচের ছবিগুলোর মতো।

 

 

 

  • ব্যাপারটা আসলে কম্পিউটারের মতই,  কম্পিউটারে যেভাবে Core 2 Due Prossesor  নাহলে এডোবি ও কোরেল এর সফটওয়ার গুলো কাজ করেনা। ঠিক সেই রকমই।
  • অনেকেই হয়তো বলতে পারেন এতো কথা বলার মানে কি। হ্যা ভাই কথাগুলো এই জন্যেই বলছি, টিউনটি যখন পাবলিশ করেছি তখন অনেকেই আমাক প্রশ্ন করেছে ভাই কি সফটওয়ার দিলেন কাজ করেনা, অনেকেই গালি গালাজ ও করেছে। এই জন্যেই বলছি ভাই ছাগল দিয়ে হালচাষ করা যায়না। কারণ ব্যাপারটা আসলে প্রফেশনাল ভিডিও এডিটিং এর। আর তাই আপনার চায়না এন্ড্রোইড সেটে যদি কাজ না করে দয়া করে আমাকে দোষারোপ করবেননা। ওকে এবার মূল কাজে আসা যাক।

এই সফটওয়্যার যেটা দিয়ে ভিডিও এডিটিং করবেন। নাম: Kine Master' Full Version (Unlock) সাইজ মাত্র ৩৮ এম্বি ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন

  • গ্রীন কালার অথবা ব্লু কালার ব্যাকগ্রাউন্ড এর একটি ভিডিও। যদি ভিডিও করতে কারো সমস্যা হয়, তবে আমার এই ব্লু কালার ব্যাকগ্রাউন্ড এর ভিডিও টি নিতে পারেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন আপনার দৈর্য ও সময়, তাড়াহুড়ো করলে চলবেনা। আজকের পর্বে আমি শেখাবো কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন।
  • আশা করছি সফটওয়্যার টি আপনি ডাউনলোড করে ফেলেছেন। এবার কাজ শুরু করার পালা।
    Kine master' ওপেন করুন। এবার প্লাস + এ ক্লিক করুন। নিচের ছবির মতো

 

এবার Empty Project এ ক্লিক করুন নিচের ছবির মতো

 

এখন যে উইন্ডো দেখতে পারছেন এখানেই আমরা ভিডিও এডিটিং এর কাজ করবো।

  • সম্পূর্ন কাজ এভাবে বলে বুঝানো অনেক কষ্টকর, আর আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই আমি আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করলাম। যাতে করে আপনারা সহযেই ব্যাপারটা বুঝতে পারেন।তার পরেও কারো বুঝতে কোন সমস্যা হলে আবশ্যই টিউমেন্ট করবেন।আমি সমাধান দেবার চেষ্টা করবো।

how to change video background for Android

ভিডিওটি দেখে যদি আপনার সামান্যতম ও উপকার হয় দয়া করে Subscribe করতে ভুলবেননা।আর হ্যা এই সফটওয়্যার দিয়ে আমি একটি সম্পুর্ন মিউজিক ভিডিও এডিটিং করেছি আপনার আগ্রহ থাকলে আমার এই মিউজিক ভিডিও টি দেখতে পারেন।
music video name: shokhi tumar moner vitor

আরেকটি কথা মানুষ মাত্রই ভুল তাই আমার ও ভুল ত্রুটি হতে পারে দয়া করে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

বিঃদ্রঃ একটি টিউন লিখতে যে কতোটা সময় ও কতটা ঘাটাঘাটি করতে হয়, তা কেবল যে টিউন লিখে সেই জানে। তাই বলছি দয়া করে টিউনটি কপি করবেননা। একান্তই যদি কপি করতে হয় তবে টিউনারের নাম ও টেকটিউনস এর লিংক উল্যেখ করবেন।আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে পরের টিউনে খোদা হাফেজ। ফেসবুকে আমি

Level 1

আমি আমিনুর রহমান জিলু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি তাই জানতে চাই, জানাতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার দেওয়া লিংক থেকে ফুল ভার্সন ডাউনলোড করে টিউটোরিয়াল দেখে ট্রাই করলাম কাজ হয়না

টিটিতে আসলে reply দিয়েন

ইয়ামিন ভাই আপনার সমস্যাটা কি সেটাতো বললেননা। সবারই তো হচ্ছে। যাক আগে আপনার সমস্যাটা এখানে উল্ল্যেখ করেন তারপর দেখি কি করা যায়। কমেন্টের জন্যে ধন্যবাদ।

আমার সমস্যা হচ্ছে ভিডিও লেয়ার এড করার কোন অপশন ই আসেনা…..আপনি কি ফোন দিয়ে এডিট করেছেন মডেল কত???? জানালে উপকৃত হতাম

    ইয়ামিন ভাই আপনার সমস্যাটা আমি বুঝতে পেরেছি। আপনার কমেন্টের পর আমি আরো ৩ টা চায়না এন্ড্রোইড সেটে ট্রাই করেছি। একিই সমস্যা। আর আমার সেট সামসাং গ্যালাক্সি এস ফাইভ। ভাই চায়না সেট গুলো খারাপ আমি বলছিনা, আমি বলছি এদের হার্ডওয়ার খুবিও দুর্বল একটা না একটা সমস্যা থাকবেই। এখন আপনিই বলেন আমি আপনার জন্যে কি করতে পারি। আসলে আমারি ভুল হয়েছে এই চায়না সেটের ব্যাপারটা এখানে উল্যেখ করার দরকার ছিল।

আমার ফোনের মডেল Walton Primo RM2 Ram 2gb net a search diya configure dakhen