নিয়ে নিন TeamWin Recovery Project (TWRP) সকল মিডিয়াটেক(MTK) মোবাইলের জন্য

সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে আসলাম নতুন কিছু নিয়ে(যারা জানেন না)। বিভিন্ন কাজের জন্য আমাদের এন্ড্রয়েড মোবাইলে রিকভারি প্রয়োজন হ্য়। বিশেষ করে মোবাইল রুট করা বা কাস্টম রম ইন্সটল করার জন্য কাস্টম রিকভারি প্রয়োজন হয়।

Mediatek ব্যবহার করিরা খুব সহজেই কাস্টম রিকভারি তৈরি করতে পারেন।

যা যা লাগবেঃ

1. TWRP Maker : Download
2. Rooted Device
3. Proper Drivers : Download
4. Proper ADB Access : Download
প্রথমে আপনার মোবাইলের ইউএসবি ডিবাগিং অন করুন।
পিসিতে মোবাইল ড্রাইভার ঠিকমত ইন্সটল করুন।
TWRP Maker  আনজিপ করুন। রান এস এডমিনিস্ট্রেশন এ ক্লিক করে সফটওয়ার রান করান। বাকি কাজ একেবারে সহজ।
সফটওয়ার আপনাকে বলে দিবে কি করতে হবে।
নিচের ছবির মত

Start Easy  TWRP Installer For Mediatek ক্লিক করুন। 
ক্লিক

"Yes" For Auto Porting
এখন আপনি আপনার মোবাইল পিসির সাথে কানেক্ট করুন এবং ওকে প্রেস করুন।
তারপর একটি পপআপ উইন্ডো আসলে ইয়েস ক্লিক করুন।
এখন ৩-৫ মিনিট অপেক্ষা করুন প্রসেস কমপ্লিট করতে।
প্রসেস শেষ হলেই বুঝবেন আপনার মোবাইলে TWRP সঠিকভাবে ইন্সটল হয়েছে।
এখন আপনি আপনার মোবাইল অফ করুন। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। এবার আপনি আপনার মোবাইল এর পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসাথে চেপে ধরুন। কয়েক সেকেন্ড ধরে থাকুন। দেখবেন চলে এসেছে TWRP।
বিঃদ্রঃ  এটা ১০০% পরিক্ষিত পদ্ধতি। তারপরেও সবকিছু করার আগে আপনার স্টক রমের ব্যাকআপ নিয়ে রাখুন। 
সবাই ভালো থাকবেন।
খোদাহাফেজ।
ঘুরে আসুন আমার ব্লগ থেকে- আমার ব্লগ

Level 2

আমি সাজিদ সাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ।।। অনেক কাজের একটা পোস্ট।।।

অনেক দরকারি টিউন এটা। অসংখ্য ধন্যবাদ।..

ধন্যবাদ………!

shob e thik ache congrts o dekhai but set twrp mode a open hoi na v+ button and power button chepe akhn ki kora jai vi amr phn lava iris 7mt6580 . 1 lollipop

lava iris 705
5.1 lollipop mtk6580 vi