সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে আসলাম নতুন কিছু নিয়ে(যারা জানেন না)। বিভিন্ন কাজের জন্য আমাদের এন্ড্রয়েড মোবাইলে রিকভারি প্রয়োজন হ্য়। বিশেষ করে মোবাইল রুট করা বা কাস্টম রম ইন্সটল করার জন্য কাস্টম রিকভারি প্রয়োজন হয়।
Mediatek ব্যবহার করিরা খুব সহজেই কাস্টম রিকভারি তৈরি করতে পারেন।
যা যা লাগবেঃ
2. Rooted Device
প্রথমে আপনার মোবাইলের ইউএসবি ডিবাগিং অন করুন।
পিসিতে মোবাইল ড্রাইভার ঠিকমত ইন্সটল করুন।
TWRP Maker আনজিপ করুন। রান এস এডমিনিস্ট্রেশন এ ক্লিক করে সফটওয়ার রান করান। বাকি কাজ একেবারে সহজ।
সফটওয়ার আপনাকে বলে দিবে কি করতে হবে।
নিচের ছবির মত
Start Easy TWRP Installer For Mediatek ক্লিক করুন।
ক্লিক
"Yes" For Auto Porting
এখন আপনি আপনার মোবাইল পিসির সাথে কানেক্ট করুন এবং ওকে প্রেস করুন।
তারপর একটি পপআপ উইন্ডো আসলে ইয়েস ক্লিক করুন।
এখন ৩-৫ মিনিট অপেক্ষা করুন প্রসেস কমপ্লিট করতে।
প্রসেস শেষ হলেই বুঝবেন আপনার মোবাইলে TWRP সঠিকভাবে ইন্সটল হয়েছে।
এখন আপনি আপনার মোবাইল অফ করুন। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। এবার আপনি আপনার মোবাইল এর পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসাথে চেপে ধরুন। কয়েক সেকেন্ড ধরে থাকুন। দেখবেন চলে এসেছে TWRP।
বিঃদ্রঃ এটা ১০০% পরিক্ষিত পদ্ধতি। তারপরেও সবকিছু করার আগে আপনার স্টক রমের ব্যাকআপ নিয়ে রাখুন।
সবাই ভালো থাকবেন।
খোদাহাফেজ।
ধন্যবাদ।।। অনেক কাজের একটা পোস্ট।।।