সবাই আমার সালাম নেবেন। আশা করি সবাই ভালো আছেন।
আপনাদের জন্য নিয়ে আসলাম সিম্ফনি W91 এর স্টক রম। এর ফলে আপনার মোবাইল এ কিছু হলে আপনি সহজে ঘরে বসেই মোবাইল ফ্লাশ দিতে পারবেন।
যা যা প্রয়োজনঃ
১) Symphony W91 মোবাইল
২) কম্পিউটার
৩) মিডিয়াটেক ভিকম ড্রাইভার - ডাউনলোড
৪) ফ্ল্যাশ টুল - ডাউনলোড
৫) স্টক/অফিসিয়াল রম - ডাউনলোড
৬) ইউএসবি ক্যাবল
করনীয়
১) ভিকম ড্রাইভার ইন্সটল করুন। (ম্যানুয়ালি ভিকম ড্রাইভার ইন্সটল করার জন্য এখানে ক্লিক করে জেনে নিন)
২) স্টক রমটি UNZIP/UNRAR/EXTRACT করুন।
৩) এস পি ফ্ল্যাশ টুল ওপেন করুন।
৪) SCATTER-loading এ ক্লিক করে স্টক রম এর ভিতরে MT6582_Android_scatter ফোল্ডারটি সিলেক্ট করে দিন।
৫। ডাউনলোড বাটন এ ক্লিক করে আপনার ফোনটি বন্ধ রাখা অবস্থায় ডাটা কেব্ল দিয়ে কম্পিউটার এ সংযুক্ত করুন।। ফ্ল্যাশ শুরু হয়ে যাবে।। প্রথমে একটি লাল প্রসেসিং বার কমপ্লিট হবে।
তারপর একটি বেগুনি প্রসেসিং বার কমপ্লিট হবে এবং সর্বশেষ একটি হলুদ প্রসেসিং বার কমপ্লিট হবে।
ফার্মওয়্যার আপডেট লেখা উঠলে বুঝবেন ফ্ল্যাশ হয়ে গেছে।। এবার আপনার ফোনটি চালু করুন আর দেখুন ম্যাজিক।
আপডেট হবার পর মোবাইল ওপেন হতে ১৫-২০ মিনিট সময় লাগবে। অপেক্ষা করুন দেখবেন আপনার মোবাইল ওপেন হয়েছে।
আরও তথ্য জানতে এখানে ক্লিক করুন।
চাইলে এবং সময় হলে আমার ব্লগে ঘুরে আসতে পারেন।- আমার ব্লগ
ফেসবুকেও আমাকে পাবেন -ফেসবুকে আমি
সবাই ভালো থাকবেন। খোদাহাফেজ।
আমি সাজিদ সাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমার একটা Symphony H58 রুট করতে গিয়া সর্বনাশ হইছে,ফোন আর বুট রিবুট কিছুই হয় না,গুগলে সার্চ দিয়া ও কোনো সলুশন পাইনাই ,reset ফরম্যাট ও হয় না sd কার্ড থেকে ইনস্টল করতে গেলে এররর দেখায়,কোনো solution ???? 🙁