আপনার Android ফোন কে সাজিয়ে নিন পবিত্র ঈদ-উল-ফিতর এর Live Wallpaper দিয়ে

প্রিয় টেকটিউনস  এর বন্ধুরা,

আসসালামুওয়ালাকুম, আশা করি আপনারা সবাই এই মাহে রমজানে ভাল আছেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নিজের ডেভেলপ করা ১ টা Android live wallpaper  নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।

আপনাদের জন্য এই পবিত্র ঈদ-উল-ফিতর এ আপনার Android ফোন কে সাজিয়ে তুলতে একটি Android Live Wallpaper .

Android Live Wallpaper : এই Live Wallpaper টি তে তারা গুলো ঝিকিমিকি করবে। আর screen এ touch করলেই আকাশে আতশ বাজি ফুটে উঠবে । অন্যান্য লাইভ ওয়ালপেপার এর তুলনায় আমার এই লাইভ ওয়ালপেপার অনেক কম Battery ব্যবহার করে। জার জন্য এইটা অনেক হালকা।

https://play.google.com/store/apps/details?id=com.nifuhost.ramadanlwp

 

 

 

Universal Prayer Time: এই অ্যাপ্লিকেশান টির মাধ্যমে আপনি আপনার লোকেশান অনুজায়ে নামাজের সময় জানতে পারবেন। আর এর জন্য আপনাকে আপনার ডিভাইস এ ইন্টারনেট চালু রাখতে হবে। আর যদি লোকেশান ভাল ভাবে দেখাতে না পারে তাহলে আপনার জিপিএস অন রাখতে হবে। আশা করি জিপিএস অন ছাড়া ই আপনি ভাল ফল পাবেন। কারন আমি জিপিএস ছাড়া ও টেস্ট করে দেখেছি। আমি জিপিএস ছাড়া অ্যাপ্লিকেশান টি ভাল ভাবে চালানর ব্যবস্থা করেছি, যাতে করে মোবাইল ডিভাইস এর চার্জ কমে না যায়। আর ইন্টারনেট (ওয়াইফাই অথবা মোবাইল Tower) থেকে ভাল ভাবে আপনার লোকেশান ট্র্যাক করতে পারে। আর আপনাকে সঠিক ফল প্রকাশ করে। 

*** আর অবশই আপনার মোবাইল এর টাইম জোনে ও টাইম টা ঠিক আছে নাকি টা চেক করে নিবেন। অন্নথায় ভুল ফল প্রকাশ করতে পারে।

https://play.google.com/store/apps/details?id=com.nifuhost.praytime

 

Level 0

আমি সাইফুল আলম রিফান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস