ANDROID এর চরম একটি টিপস। না দেখলে আপনার লস

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?
আজকে আমি আপনাদের জন্য একটি সুন্দর টিউন নিয়ে এলাম।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Android এর হোম বাটন স্ক্রিন এর ভিতরে নেওয়া যায়।
মানে এই রকম,
blogbd24.ml
তো কথা আর বারাবো না চলুন শুরু করি।
একটা কথা বলে রাখি এই কাজের জন্য আপনার ফোন রুট করতে হবে। কিভাবে রুট করতে হয় গুগলে সাচ করলেই পেয়ে যাবেন।
ত চলুন কাজে নেমে পরি,
১) প্রথমে এখান থেকে App টি ডাউনলোড করুন।
২) App টি ওপেন করলে রুট পারমিশন চাইবে Grant করুন।
৩) এখন System নামে দেখুন একটি ফোল্ডার আছে এখনে প্রবেশ করুন।
৪) এই ফোল্ডারে build.prop নামে একটি ফাইল আছে। এই ফাইল্টি চাপ দিয়ে কিছুক্ষন ধরে রাখুন। এখন দেখুন open in text editor নামে একটি অপশন দেখাচ্ছে ঐটাতে ক্লিক করুন।
৫) লেখা গুলোর একদম শেষে গিয়ে qemu.hw.mainkeys=0 আথবা
qemu.hw.mainkeys=1
এই লেখাটি পেস্ট করুন এবং সেভ করুন।
না বুঝলে নিচের চিত্র দেখুন.
blogbd24.ml
 ৬) এখন আপনার ফোনটি রিস্টারট (Reboot) দিন।ব্যাস আপনার কাজ শেষ।
আবার যদি মনে করে এটি আর দরকার নেই তাহলে,
qemu.hw.mainkeys=1 এই লেখাটি কেটে দিয়ে রিবুট দিলেই হয়ে যাবে।

কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ..
টিউনটি ভাল লাগ্লে দয়া করে আমাদের ফেসবুক পেজ এ লাইক না দিয়ে যাবেন না আমাদের ফেসবুক পেজ
 সময় থেকলে আমার সাইটে ঘুরে আসবেন আমার সাইট

 

Level 2

আমি সামিন সাদাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। প্রজুক্তিকে ভালোবাসি.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস