অরিজিনাল Galaxy's 5 মোবাইল চেনার সহজ উপায়
আসসালামু আলাইকুম, টেকটিউনসের সকল শুভাকাঙ্ক্ষীদের সালাম জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন আজকে আমি আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি
সফটওয়্যার টির নাম genuine galaxy -phone info
বর্তমানে যে হারে নকল মোবাইল বাজার সয়লাভ করছে, তাতে করে কোনটা আসল-কোনটা নকল বুঝার কোন উপায় নাই
কেউ বলে
.made by samsung অরিজিনাল
.Vietnam by samsung নয়
আরে ভাই made by samsung দেখে এবং টেকটিউনসের ভুরি ভুরি টিউন্স পড়ে ও আমি একটি মোবাইল কিনেছিলাম তার পরেও আমি ঠকা খেয়েছি আসল মোবাইল চিনতে পারিনাই
আর তাই আমি চাইনা আমার মতো আর কেউ যেন ঠকা না খান।
আসল কথা হচ্ছে made by samsung যেমন আসল আছে, তেমনি নকল আছে
আর Vietnam by samsung আসল আছে নকল ও আছে। মোট কথা আমি বলতে চাচ্ছি আসল ও নকল দুইটার মধ্যেই আছে।
আপনি যদি কোন galaxy's 4/ galaxy's 3 / galaxy's 5 / galaxy's 6 মোবাইল কিনতে যান
আমার মত আর ভুল করবেননা
এবার আসি কিভাবে চিনবেন আসল galaxy's 4/ galaxy's 3 / galaxy's 5
নিচের দেয়া সফটওয়্যার টি google play থেকে ডাউনলোড
করে ইন্সটল করে ওপেন করলে congregation মেসেজ আসবে তার মানে আপনার মোবাইল আসল
আর যদি congregation মেসেজ ছাড়া অন্য কিছু আসে তাহলে বুঝতে হবে আপনার মোবাইল নকল।
কষ্ট করে আমার টিউনটি পড়ার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভুল ত্রুটি হলে করে দেবেন।
আমি আমিনুর রহমান জিলু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি তাই জানতে চাই, জানাতে চাই।
এইটা কতটুকু নিশ্চিত হওয়া যাবে।আপনি কোথা থেকে galaxy s5 কিনেছিলেন…?