টেকটিউনস এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি ফোনটিতে যোগ করতে পারবেন আরও ২০% এক্সট্রা সাউন্ড!
অ্যাপ্লিকেশান সাইজে যদিও ছোট কাজে কিন্তু মোটেও ছোট নয়। কথায় আছে না "ছোট মরিচের ঝাল বেশি" ঠিক ওই রকমি। অ্যাপটির সাইজ মাত্র ২.২ এমবি।
অ্যাপটির নাম হলঃ Sound Booster
গুগল প্লে স্টোর ডাউনলোড লিঙ্ক: Sound Booster
অ্যাপলিকেশন সাইজঃ মাত্র 2.2 MB
এতে রয়েছে সাউন্ড ছোট বড় করার ম্যানুয়াল কন্ট্রোলার এবং ৩টি কুইক ভলিউম কন্ট্রোলার Silent,Medium এবং Maximum।এর ম্যানুয়াল কন্ট্রোলার এর সাহায্যে আপনি আপনার সাউন্ড বাড়াতে বা কমাতে পারবেন ১০০% পর্যন্ত। ২০% এক্সট্রা বাড়াতে আপনাকে এর কুইক ভলিউম কন্ট্রোলার এর Max বাটনটি ব্যবহার করতে হবে।
[বিঃদ্রঃ এর ২০% এক্সট্রা ভলিউম যে বেড়েছে তা প্রথম প্রথম নাও বুঝতে পারেন।যা আমিও নিজেও বুঝি নি।কিন্তু এখন বুঝতে পারছি যে ২০% সাউন্ড ভলিউম এক্সট্রা যোগ হয়েছে।]
এত ছোট অ্যাপ নিয়ে আর কত লিখা যায় বলুন তো! ২০০ ওয়ার্ড তো কোন প্রকারেই শেষ হয় না।ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না জেন।লেখায় যেকোনো প্রকার ভুল ভ্রান্তি হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর সামনে যেন আরও নতুন এবং কার্যকর কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারি সেই দোয়া করবেন।
পরিশেষে আবারও ধন্যবাদ জানিয়ে আমার টিউন খানা শেষ করছি!!! ধন্যবাদ!!!!!!!!
আমি ফারুক আবেদিন রাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বেশ ভাল অ্যাপ। অনেক ধন্যবাদ আপনাকে, শেয়ার করার জন্য। ..