Walton Primo GH5 এর জন্য CWM,Root,স্টক রম নিয়া সম্পূর্ণ আলোচনা (পর্ব –১)

                                          বিসমিল্লাহি রহমানির রহিম

আজকে CWM,Root,স্টক রম নিয়া আলোচনা করবো শুধুমাত্র Walton Primo GH5 মোবাইল নিয়া

😈 [ বিঃদ্রঃ আমার কোন লিখা কপি করার চেষ্টা করবেননা আশা করি ] 😈

রম ডাউনলোডের আগে নতুন পুরনো সকলের জন্য রুট প্রক্রিয়াটা আরও একবার বর্ণনা করছি

Root Process:

১) KingrootApk-  এখান থেকে ডাউনলোড করে নিন

২) ডাউনলোডের পর KingrootApk ইন্সটল করে ওপেন করুন।

৩) ইন্টারনেট কানেকশন অন রেখে Root লেখা সবুজ জায়গায় ক্লিক করুন। কিছু সময় অপেক্ষার পর রুট সাকসেসফুল লেখা আসলে বুঝবেন আপনার ফোন রুট হয়ে গিয়েছে।

CWM Installation:

১) Flashfy টি ডাউনলোড করে ইন্সটল করুন।

২) CWM Recovery এখান থেকে ডাউনলোড করুন

৩) ডাউনলোডকৃত ফাইলটি আপনার SD Card এর ওপেন প্লেস (কোন ফোল্ডারের ভিতর রাখা যাবে না) রাখুন।

৪) Flashfy ওপেন করে রুট এক্সেস দিন।

৫) এরপর recovery সিলেক্ট করে CWM_Recovery সিলেক্ট করে ওকে দিন, কয়েক সেকেন্ডের মধ্যে রিকভারি ফ্ল্যাশ হয়ে যাবে।

কিভাবে রম ব্যাকআপ রাখবেন ? নিচে নিয়ম দেয়া আছে  🙂

এবার সেটটা বন্ধ করুন।
১) সেট বন্ধ অবস্থাই Volume UP + Power Button + Home একসাথে প্রেস করে Recovery Mod এ যান।
২) Recovery Mod এ গেলে দেখবেন Backup and Restore আছে তাতে ঢুকেন। (Up অ্যান্ড Down হবে Volume কি দিয়া আর সিলেক্ট হবে Power Button দিয়া)
৩) Backup and Restore এর ভিতর দেখবেন Backup অপশন আছে।
৪) ক্লিক করেন আর ওয়েট করুন। একটু টাইম লাগবে ব্যাকআপ হতে।
৫) ফুল ব্যাকআপ হয়ে গেলে সেট রিবুট দেন অ্যান্ড মেমরি কার্ড এ দেখেন Clockworkmod নামে ফোল্ডার হইছে। ৬) এর ভিতর Backup ফোল্ডার আছে এবং তার ভেতর Date & Time দেয়া একটা ফোল্ডার।
৭) এইটাই আপনার Stock Rom ব্যাকআপ।
এইটা সংগ্রহ করুন।

{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }

এই রমটি সর্বপ্রথম এই টেকটিউনস  ওয়েবসাইট এই টিউন করা হয়েছে।

এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন

ইচ্ছে হলে আমাকে ফেসবুক এ পেতে যোগাযোগ করুন এইখানে

এবং এন্ড্রয়েড আলোচনা পেজ, এইখানে ক্লিক করুন

(ধন্যবাদ সবাইকে,ভাল থাকবেন এবং নতুন নতুন রম  সহ আরও অন্যান্য টিউন করব ইনশা-আল্লাহ, তাই টেকটিউনস এর সাথেই থাকুন  )

চলে যাচ্ছি, দেখা হবে আগামি টিউন এ

7VLXuuR.gif

Level 0

আমি নাঈম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া..gh+ এর ভাল rom আছে?

    আমি এই সেট ইউস করিনি তাই জানা নেই ভাইয়া ।

Gionee P5W Stock এর .img দেয়া যাবে ?

CWM এর বদলে আগের মত করার কি কোন ওয়ে আছে ?

ভাইয়া Walton gh5 এ কাস্টম রম দিয়েছি আপনার পোস্ট অনুযায়ী আপনাকে ধন্যবাদ।
কিন্তু রুট করে কিছু অ্যাপ আনইনেস্টল দিয়েছি এখন কোনো অ্যাপ ইনস্টল হয়না।কি করবো বলেন

    নতুন করে আবার রম ইন্সটল করুন , এছাড়া উপায় নেই ।

ভাইয়া Walton gh5 এ কাস্টম রম দিয়েছি আপনার পোস্ট অনুযায়ী আপনাকে ধন্যবাদ।
কিন্তু এখন ফোন রুট হয়না।
আগেতো kingroot 5.3.1 দিয়ে করছিলাম রুট চলে গেছে এখন kingroot 5.3.1 দিয়ে চেস্টা করতেছি ইনেস্টল ই হয় না।
কি করে রুট করবো প্লিজ একটু বলেন।