আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? নিশ্চই ভালো। আমিও ভালো আছি। শুধু একটু পড়ার চাপে আছি এই আর কি। সে যাই হোক কাজের কথায় আসি।
আমার মনেহয় বর্তমান সময়ে আমাদের হাতের এন্ড্রয়েড ও আইফোন গুলো মোটামুটি গেমিং ডিভাইস হয়ে উঠেছে। ব্যক্তিগত ভাবে আমি মনেকরি বর্তমানে পিসির চেয়ে ফোনে গেম খেলতেই লোকে বেশি অভ্যস্ত। অন্তত্ব আমি নিজে তো এই সারিরই লোক। আছে পিসিতে গেম খেললেও এখন আর খেলি না। আর প্রয়োজন ছাড়া আসলে পিসি তেমন অন করাই হয় না। যাই হোক, আমরা যে আমাদের ফোনে গেম খেলার সাথে সাথে কিভাবে আমাদের ফোনের ১২টা বাজাচ্ছি তা হয়তো জানিই না। বস্তুত্ব জানলেও হয়তো গুরুত্ব দিইনা। তাই এই বিষয়টা নিয়েই আজ আপনাদের সামনে লিখতে আসলাম।
আজ আমি আপনাদের সামনে বিশ্বের সেরা ৮টি ব্যাটারিখোর গেমের সাথে পরিচয় করিয়ে দিব ও বিস্তারিত তুলে ধরব। চলুন দেখেনিই বিশ্বের সেরা ব্যাটারিখোর গেম গুলো। আর হ্যা এগুরো শুধু শেরা ব্যাটারিখোর গেম না। এ গেমগুলো বাস্তবেও সেরা গেম।
1. Jewels Star
বিশ্বের সেরা ব্যাটারিখোর গেমের তালিকায় প্রথমেই আছে jewels star গেমটি। মূলত এর হাই গ্রাফিক্স ও উন্নত 3D ভিজুয়্যাল এর কারনেই গেমটি সব থেকে বেশি পরিমানে ব্যাটারি ড্রেইন করে। সারা বিশ্বে এ গেমটির ব্যাটারি ড্রেইন রেট ৩৪৪ মেগাওয়াট! ভাবতে পাচ্ছেন বিষয়টা। ৩৪৪ মেগাওয়াট বিদ্যুত হলে আমাদের কত কাজেই না লাগত তাইনা?
2. Hay Day
গেমটি আমার দারুন প্রিয় একটি গেম। আসলে ফার্মিং করার মজাই আলাদা। কি বলেন আপনারা। তবে হ্যা ব্যাটারিখোর গেমের তালিকায় আমি এটিকে ২ নম্বরে রাখছি কারন এর ব্যাটারি ড্রেইন রেট ২১৬ মেগাওটায়। গেমটি একই সাথে এন্ড্রয়েড ও আইফোন দুটরই বারোটা বাজাচ্ছে। তবুও আমি গেমটি খেলি।
3. (Most mopular) COC
বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় গেম হল coc। বিশ্বজুরে এ গেমের খেলোয়ারের অভাব নেই। বর্তমানে তো অনেকেই ফান করে বলে এন্ড্রয়েড ব্যবহারকারী ২ ধরনের ১. যারা coc খেলে ও ২. যারা coc খেলে না।(আমি অবস্য খেলার দলে) তো যারা coc খেলে তাদের জন্য সুখবর হল ব্যাটারিখোর গেমের মধ্যে আপাতত এই টিউনে এটা আছে ৩ নম্বরে। COC গেমটির ব্যাটারি ড্রেইন রেট ২০৯ মেগাওয়াট।
4. Angry Birds
ছোট বড় সবার কাছেই অত্যান্ত জনপ্রিয় এই গেমটি। বিশেষত ছোটদের কাছে। তবে এটিও একটি ব্যাটারিখোর গেম। বিশেষ করে এর পপআপ এড ও গ্রাফিক্স এর কারনে এটি অনলাইন ও অফলাইন সব মোডোই বেশ ভালো পরিমানে ব্যাটারি ড্রেইন করে। গেমটির ব্যাটারি ড্রেইন রেট ১৮৫ মেগাওয়াট।
5. Candy Crush Saga
জনপ্রিয় গেমগুলোর তালিকায় এটাও একটা। তবে আমি এটা কখনও খেলিনাই। তাই এর জনপ্রিয়তার কারনটাও জানিনা। তবে Verizon lists অনুসার এন্ড্রয়েডের জন্য এটি একটি হাই রিক্স গেমিং এপ্স। কিকারনে এটি হাইরিক্স তা অবস্য আমার জানা নেই। আর ব্যাটারি ডক্টর ওয়েব সাইটের মতে গেমটি সাধারনের থেকে ৩.২% দ্রুত আপনার ফোনের চার্জ নিশ্বেষ করে।
6. Temple Run 2
অনেক আগে গেমটা খেলতাম তবে এখন আর খেলি না। কিন্তু সারা বিশ্বে অনেকের কাছেই গেমটি অনেক জনপ্রিয়। মূলত গেমটির গ্রাফিক্স কোয়ালিটি ও গেমপ্লের কারনে এটিও একটি ব্যাটারিখোর গেম। KS Mobile's এর টপ টেন ব্যাটারিখোর এপ্স এর মধ্যে এটি ৬ নম্বরে আছে।
7. Fruit Ninja
জনপ্রিয়তার দিকথেকে গেমটির জুরি নেই। তবে সাধারন একটা গেম হলেও এটিও বেশ ভালো ব্যাটারিখোর একটি গেম। KS Mobile's report অনুসারে তাদের ব্যাটারিখোর তালিকার ৯ নম্বর স্থানটি ধরে রেখেছে এই গেমটি।
8. Bejeweled Blitz
পাজল গেম গুলোর মধ্যে অন্যতম একটি এডিক্টিভ গেম এটি। তবে হ্যা গেমটি যে আপনার ফোনের ব্যাটারির ১২টা বাজাচ্ছে এটা কিন্তু নিচ্শিৎ। শুধু তাই নয় Verizon lists এ গেমটিকে ইতিমধ্যে একটি হাই রিক্স গেম হিসাবে চিহ্নিত করা হয়েছে। গেমটি প্রচুর মেগাবাইট খরচের সাথে সাথে ২.৪% দ্রুত আপনার ফোনের ব্যাটারির অায়ুও কমিয়ে ফেলে।
আমার আজকের এই টিউনটির উদ্দেশ্য কাওকে গেম খেলতে নিষেধ করা নয়। কারন এর অনেক গেম আমি নিজেও খেলেছি বা এখনও খেলি হয়তো ভবিস্বতেও খেলব। আমার টিউনটা করার উদ্দেশ্ব শুধু সবাইকে এসব গেমের ব্যাটারি কিলিং সমন্ধে জানানো।
আজ এপর্যন্তই ভালো থাকবেন সবাই।
ভালো থাকুন। অপরকেও ভালো রাখুন।
আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...
ধন্যবাদ