কেমন আছেন সবাই? আমি বেশ ভালোই আছি।
আজ আপনাদের জন্য দারুন একটা এন্ড্রয়েড এপ্স নিয়ে এসেছি। আসলে এটা আমার প্রয়েজনীয় সব এপ্স গুলোর মধ্যে অন্যতম একটা এপ্স। আপনারা যারা পিডিএফ ফাইল নিয়ে কাজ করেন বা যেসব ছাত্ররা আমার মত আপনাদের বই গুলোকে পিপিএফ বানিয়ে ফোনে রাখতে চান তাদের জন্য অত্যান্ত কাজের একটা এপ্স এই টা। এপ্সটির নাম হল হ্যান্ডি স্ক্যানার প্রো
এটা দিয়ে পিডিএফ ফাইল তৈরি অত্যান্ত সহজ। ও সামান্য সময়েই কাজ করা যায়।
এপ্সটির প্লেস্টোর রেটিং ৪.৩ এবং এর প্রইস 4.3$ USD।
প্রথমেই এখান হতে এপ্স টি ডাউনলোড করুন ও স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন।
এবার আপনার এপ্স টি রান করুন। শুধু একবার রান করলেই হবে। তারপর ক্লোজ করে দিতে পারেন।
এবার আপনার গ্যালারি হতে প্রয়োজনীয় ছবি গুলো সিলেক্ট করে নিন। ও হ্যান্ডি স্ক্যানারে ওপেন করুন
ছবি গুলো এবার হ্যান্ডি স্ক্যানারে ওপেন হবে। এখন Next বাটন চাপুন। ছবি গুলো যদি আগে থেকে সোজা থাকে তো ভালো তা না হতে আপনি আপনার প্রয়োজনীয় অংশ সিলেক্ট করে নেবার পর। রোটেশন বাটনের সাহায্য ছবি গুলো সোজা করে নিতে পারেন।
Next বাটনে ক্লিক করে সব ফাইল গুলো উপরের প্রক্রিয়ায় ঠিকঠাক করে নিন।
আপনার সব ফাইল গুলো ঠিক হয়ে গেলে Document Name দিতে বলবে। পছন্দ মত নাম দিন ও OK বাটন চাপুন।
এবারে প্রসেসিং হবে। কিছুক্ষন অপেক্ষা করুন। প্রসেসিং সম্পন্ন হলে নিচের মত দেখতে পাবেন। আমি দুটি ছবি নিয়েছি বলে দুটিই শো করছে আপনি যতগুলো ছবি নেবেন ততগুলো শো করবে।
এবারে উপরের ছবিতে চিহ্নিত শেয়ার বাটনে ক্লিক করে নিচের ছবির মত যে কোন একটি মাধ্যম ব্যবহার করে আপনার ডকুমেন্ট আপনার মেমরিকার্ড বা ফোন মেমোরিতে সেভ করে নিন।
আজ এপর্যন্তই। কারও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকুন। অপরকেও ভালো রাখুন।
আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...
বড় পিডিএফ ফাইলকে সবকিছু ঠিক রেখে ছোট করা যায় কিভাবে ? কারো জানা থাকলে আশা করি শেয়ার করবেন ৷