আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আজ আমি দেখাব কিভাবে গুগল প্লে স্টোর থেকে পিসি দিয়ে সরাসরি এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে হয়।
আজকাল সবার হাতেই স্মাটফোন। সহজলোভ্য হওয়ায় অ্যান্ড্রয়েড ফোন এর সংখ্যাই বেশি। গুগল প্লে স্টোর থেকে পিসি দিয়ে যেহেতু এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করা যায় না সেহেতু বিভিন্ন থার্ড পার্টি ওয়ের সাইট অথবা ব্রাউজার এক্সটেসশন ব্যবহার করে ডাউনলোড করতে হয়। যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন তারা এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড এর জন্য পিসি ব্যবহার করেন।
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার বিভিন্ন উপায় আছে। আজ আমি দেখাব কিভাবে বিভিন্ন থার্ড পার্টি ওয়ের সাইট ব্যবহার করে যেকোন এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে হয়।
অনলাইনে এমন কিছু ওয়েব সাইট আছে যেসব ওয়েব সাইট দ্বারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা যায়। তাদের মধ্যে অন্যতম হল : apps.evozi.com/apk-downloader/
ডাউনলোড করার পূর্বে আপনাকে প্লে স্টোর এ যেতে হবে। তারপর আপনি এখান থেকে যে অ্যাপ টা ডাউনলোড করবেন সেটাতে ক্লিক করুন।
একটি নুতুন পেজ ওপেন হবে। এখন এখান থেকে প্যাকেজ নেম অথবা সাইট ইউআরএল টা কপি করব।
যদি ইউআরএল টা হয় https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.translate
তাহলে প্যাকেজ নাম হবে com.google.android.apps.translate
অর্থাৎ অাইডি টা হবে প্যাকেজ নাম। যেকোন একটা কপি করলেই হবে। তারপর আমারা এই সাইটে যাব।
এখানে আমরা প্যাকেজ নাম অথবা ইউআরএল টা পেষ্ট করে Generate Download Link বাটন এ ক্লিক করব (উপরের চিত্রের ন্যায়)। তারপর কিছুক্ষন অপেক্ষা করুন।
জেনারেট হয়ে গেলে এমন চিত্র আসবে (উপরের চিত্রের ন্যায়)। এখন Click here to download (App Name) এ ক্লিক করুন। তাহলে অ্যপটা ডাউনলোড শুরু হবে।
এই ওয়েব সাইট টিতে প্রায় সকল অ্যাপ পূর্বেই ডাউনলোড করা থাকে যে সকল অ্যাপ ডাউনলোড হয় না সেগুলো পুনরায় চেষ্টা করুন। দেখবেন দুই তিনবার চেষ্টা করলে ডাউনলোড করতে পারবেন।
সাইট নিজে কোন অ্যাপ ডাউনলোড করে না কেউ ডাউনলোড করলে তা তাদের সার্ভারে জমা হয়ে থাকে। এক্ষেত্রে নুতুন কোন অ্যাপ নামলে যতক্ষন না কেউ ওটা ডাউনলোড করে ততক্ষন পর্যন্ত সেটা তাদের সার্ভারে থাকে না। এজন্য নুতুন কোন অ্যাপ ডাউনলোড করলে কিছু সময় লাগে।
ভাল লাগলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন, ধন্যবাদ।
আমি নাজমুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "নাজমুল আমিন"। আমি 1 বছর 6 মাস আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি । আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন http://www.learninbangla.com/
বেশির ভাগ apps ডাউনলোড করা যায় না