Walton Primo RM2 এর জন্য TWRP,Root,স্টক রম নিয়া সম্পূর্ণ আলোচনা (পর্ব –১)

বিসমিল্লাহি রহমানির রহিম

আজকে TWRP,Root,স্টক রম নিয়া আলোচনা করবো শুধুমাত্র Walton Primo RM2 মোবাইল নিয়া

😈 [ বিঃদ্রঃ আমার কোন লিখা কপি করার চেষ্টা করবেননা আশা করি ] 😈

রম ডাউনলোডের আগে নতুন পুরনো সকলের জন্য রুট প্রক্রিয়াটা আরও একবার বর্ণনা করছি

Root Process:

১) KingrootApk-  এখান থেকে ডাউনলোড করে নিন

২) ডাউনলোডের পর KingrootApk ইন্সটল করে ওপেন করুন।

৩) ইন্টারনেট কানেকশন অন রেখে Root লেখা সবুজ জায়গায় ক্লিক করুন। কিছু সময় অপেক্ষার পর রুট সাকসেসফুল লেখা আসলে বুঝবেন আপনার ফোন রুট হয়ে গিয়েছে।

TWRP Installation:

১) প্লে-স্টোর থেকে Mobileuncle MTK Tools.apk টি ডাউনলোড করে ইন্সটল করুন।

২) TWRP Recovery এখান থেকে ডাউনলোড করুন

৩) ডাউনলোডকৃত ফাইলটি আপনার SD Card এর ওপেন প্লেস (কোন ফোল্ডারের ভিতর রাখা যাবে না) রাখুন।

৪) Mobileuncle MTK Tools ওপেন করে রুট এক্সেস দিন।

৫) এরপর Recovery Update থেকে TWRP_Recovery সিলেক্ট করে ওকে দিন, কয়েক সেকেন্ডের মধ্যে রিকভারি ফ্ল্যাশ হয়ে যাবে।

এইবার আসুন  RM2 V6 স্টক রম ফ্ল্যাশ-

RM2 V6  Stock ROM: (Flash-able)

১) প্রথমে রমটি ডাউনলোড করুন- এই খানে ক্লিক করুন এবং তা SD Card এ রাখুন।

২)TWRP Recovery তে যান।

• Wipe data

• Advance option থেকে আপনি যা যা রিসেট করবেন তা সিলেক্ট করুন। তারপর সেইগুলো রিসেট করুন।

• Install form zip

• Select RM2 Stock Rom V06 by Shakil Khan.zip then Flash it.

• Reboot Phone. Done.

Stock Rom Picture Link: এইখানে ক্লিক করুন

 

{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }

এই রমটি সর্বপ্রথম এই টেকটিউনস  ওয়েবসাইট এই টিউন করা হয়েছে।

এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন

ইচ্ছে হলে আমাকে ফেসবুক এ পেতে যোগাযোগ করুন এইখানে

এবং এন্ড্রয়েড আলোচনা পেজ, এইখানে ক্লিক করুন

(ধন্যবাদ সবাইকে,ভাল থাকবেন এবং নতুন নতুন রম  সহ আরও অন্যান্য টিউন করব ইনশা-আল্লাহ, তাই টেকটিউনস এর সাথেই থাকুন  )

Level 0

আমি নাঈম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

clash of clanes…..Join my Clans
THE LION STATE

Level 0

walton এর কোন কোন ফোন এ TWRP support করে? এবং walton primo D6 এ TWRP install করার কোন উপায় আছে কিনা?