অনেক অ্যাপস আছে যে গুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। আপনি হয়ত রিসেন্ট প্যানেল থেকে অ্যাপস গুলো কেটে দিলেন এবং মনে শান্তি নিয়ে মোবাইলটি রেখে দিলেন।কিন্তু আপনি কি জানেন যে তার পরও ওই অ্যাপসগুলোই ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং আপনার ব্যাটারির চার্জ খুব দ্রুত শেষ করে এবং র্যাম খেয়ে বসে থাকে যার ফলে আপনার ফোনটি ল্যাগ করে বা স্লো হয়ে যায়।
সবসময় যে ব্যাকগ্রাউন্ডের রানিং অ্যাপস আপনার জন্য দুর্ভাগ্যর কারন হয়ে দারায় তা কিন্তু না। অনেক ভাল কারনেও ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রানিং থাকে এবং তাদের নিজস্ব কাজ করতে থাকে।যেমন অটো সিঙ্ক্রনাইজ হচ্ছে যার ফলে আপনি ফেসবুক অ্যাপস ওপেন না করেও নোটিফিকেশন পাচ্ছেন আবার ইমেইল এর অ্যপস ওপেন না করেও ইমেইল এর নোটিফিকেশন পাচ্ছেন। আবার আপনি লোকেশন ট্রেস করতে পারছেন। সো,আপনাকে সাহায্য করার জন্যও অনেক অ্যাপস নিরবে কাজ করে যাচ্ছে 😉 (নিরবে মানে ব্যাকগ্রাউন্ডে আপনার অজান্তে)
আপনার কি জানার ইচ্ছা হয় না যে কোন অ্যাপস গুলো আপনার অজান্তে রানিং অবস্থায় আছে ? ত চলুন জেনে নিই
অ্যান্ড্রয়েডে এর জন্য একটি বিল্ট-ইন মনিটরিং অপশন রয়েছে সেটা হল -এর জন্যা আপনাকে আগে ডেভেলপার অপশন একটিভ করতে হবে এটি একটিভ করার জন্য আপনার ফোনের সেটিংস অপশন থেকে About আপশন এ যান এরপর Build Number এ ক্লিক করতে থাকেন যতক্ষন না স্কিনে লেখা উঠে You are now developer এরপর ডেভেলপার অপশন থেকে Process Stats এ যান এবং আপনি দেখতে পাচ্ছেন কতক্ষন সময় ধরে ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রানিং আছে দেখা যাচ্ছে।আর কোন অ্যাপস কত র্যাম ইউজ করছে তা দেখার জন্য অ্যাপস এর মাঝে ক্লিক করুন। আর কি পরিমান ব্যাটারি ইউজ করছে তা দেখার জন্য settings > battery তে যান এবং অ্যাপস গুলোর উপর ক্লিক করুন এবং ব্যাটারি ইউজ দেখুন। কি পারলেন ত বের করতে!
কোন রানিং অ্যাপস গুলো বন্ধ করা উচিৎ ?
দুইটা বড় কালপ্রিট হল গেমস যেটা আপনি খেলছেন না আর হল মিউজিক অ্যাপস যেটা আপনি এখন ইউজ করছে না এছাড়া আপনারা লজিকে যেটা মনে হয় যে ব্যাকগ্রাউন্ডে চলার দরকার নেই সেটা ক্লোজ করে দিতে পারেন। তবে নিচের অ্যাপস গুলো ক্লোজ করবেন না-
কিভাবে ব্যাকগ্রাউন্ডের রানিং অ্যাপস ডিজেবল,স্টপ,আনইন্সটল করবেন ?
ধন্যবাদ এতক্ষন সময় নিয়ে পরার জন্য
টিউনটি আগে প্রকাশিত এখানে
সময় করে ঘুরে আসতে পারেন অ্যান্ড্রয়েড নিয়ে বাংলা ব্লগ APK কথন থেকে
আমি CBZ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।