পিসি লাগবেনা, এবার এন্ড্রোইড মোবাইল দিয়েই ফাটাফাটি ডিজাইন করুন, জন্ম, মৃত্যু, বিবাহ স্মরণিকা সহ যেকোনো ধরনের ডিজাইন।
আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন, জানিনা আপনাদের কাছে কেমন লাগবে
যাই হোক শুরু করছি,
পিসি লাগবেনা, এবার এন্ড্রোইড মোবাইল দিয়েই
ফাটাফাটি ডিজাইন করুন জন্ম, মৃত্যু, বিবাহ সহ যেকোনো ধরনের ডিজাইন।
অবাক হলেন নিশ্চই? হবারি কথা
কারণ আমার এই টিউন যদি আপনি ভালো করে পড়েন, এবং সে অনুযায়ী কাজ করেন, তবে পিসির সাহায্য ছাড়াই আপনি আপনার এন্ড্রোইড মোবাইল দিয়েই ডিজিটাল ইফেক্ট সহ উন্নত- জন্ম, মৃত্যু, বিবাহ অথবা যেকোনো ধরনের স্মরনিকা খুব সহজেই ডিজাইন করতে পারবেন।
আপনার যা যা লাগবে
১/ picsart সফটওয়্যার
যদি আগে থেকেই আপনার মোবাইলে ইন্সটল করা থাকে তবে লাগবেনা, না থাকলে
২/বাংলা ফন্ট
৩/ আমার দেয়া কয়েকটি empty ডিজাইন ফ্রেম
যেগুলুতে আপনি ডিজাইন করবেন।
এবার কাজ শুরু করা যাকঃ
আশা করছি ফাইল গুলো আপনি ডাউনলোড করে ফেলেছেন।
picsart সফটওয়্যারটি ইন্সটল করুন।
তারপর ফাইল ম্যানেজারে ঢুকে ডাউনলোড করা ফন্ট গুলো কপি করুন।
তারপর sdcard >picsart ফোল্ডারে প্রবেশ করুন
এবার font নামে একটি ফোল্ডার পাবেন এখানে কপি করা ফন্ট গুলো পেস্ট করে দিন
এবার মোবাইল রিস্টার্ট দিন।
এবার picsart সফটওয়্যারে প্রবেশ করুন।
edit ক্লিক করে
আমার দেয়া যেকোনো একটি ফ্রেম ওপেন করুন
এবার text এ ক্লিক করে আপনি যা লিখতে চান লিখুন
নীচের দিকে my font এ ক্লিক করে বাংলা ফন্ট চেঞ্জ করতে পারবেন
আপনি যদি picsart সফটওয়্যারের পুরনো ব্যবহারকারী হন তবে অনায়াসেই ডিজাইন করতে পারবেন
আর যদি নতুন হন তবে কয়েক দিন অনুশীলন করুন, দেখবেন আপনিও পারবেন।
ব্যাপার টা আসলে গ্রাফিক্স এর, এই জন্যে পিসির মতোই এন্ড্রোইডে ও আপনাকে টুকিটাকি কাজ জানতে হবে।
আজ এই এপর্যন্তই আগামিতে অন্য কোনো টিউনে এটা নিয়ে আরো বিস্তারিত লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আর হ্যা আমি একজন সাধারণ মানুষ ভুল হতেই পারে, দয়াকরে ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কারো বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করবেন।টিউনটি পূর্বে আমার http://www.techtobd.blogspot.com এ প্রকাশিত।
আমি আমিনুর রহমান জিলু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি তাই জানতে চাই, জানাতে চাই।