আসসালামু আলাইকুম, বন্ধুরা সবাই কেমন আছো, আশা করি সবাই ভালই আছেন।
বন্ধুরা আজকেও আমি আপনাদের সাথে একটি মজার সফটওয়্যার শেয়ার করবো।
সফটওয়্যার টির নাম ex dialer frame gold new
আর সাইজ দুই টা মিলে মাত্র ৫ এম্বি
এটি আসলে পেইড ভার্শন কিন্ত আমি আপনাকে ফ্রি দিচ্ছি। আর জানেন তো পেইড ভার্শন ব্যবহার করার মজা।
এন্ড্রোইডের ডিফল্ট ডায়ালার ব্যবহার করতে করতে যারা বিরক্ত হয়ে গেছেন। তাদের জন্যেই আমার আজকের টিউন।
এই ডায়ালার টি ব্যবহার করলে, বন্ধুদের কাছে আপনার গ্রহন যোগ্যতাই আলাদা থাকবে, আপনার পাশ থেকে যদি অন্য কেউ এই ডায়ালার ব্যবহার করা অবস্থায় দেখে
তাহলে সে ভাবতে বাধ্য যে নিশ্চই আপনার সেট টি অনেক দামি,এবং আপনার সেটটি যদি কম দামি ও হয়। তার পরেও আপনার ডায়ালার ই সেরা থাকবে।
এবার আসি কিভাবে কি করবেন।
প্রথমেই নিচে দেয়া লিংক গুলো থেকে সফটওয়্যার দুটি ডাউনলোড করে নিন।
Download ex dialer frame gold new
তারপর ইন্সটল করুন।
এবার ex dialer ওপেন করুন।
নীচে দেয়া স্ক্রিনশট গুলো ফলো করুন।
তো আজকের মতো এখানেই শেষ করছি আগামীতে আরো সুন্দর সুন্দর টিউন্স যাতে সবাইকে উপহার দিতে পারি সেই দোয়া করবেন। নাকি বলেন! ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিঃ দ্রঃ টিউন টি পড়ে ভালো লাগলে আপনার মূল্যবান টিউমেন্ট জানাতে অথবা শেয়ার করতে ভুলবেননা।
আল্লাহ হাফেজ।
আমি আমিনুর রহমান জিলু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি তাই জানতে চাই, জানাতে চাই।