সব চাইতে ফাস্ট এন্ড্রোইড ব্রাউজার ডাউনলোড করতে চান, তাহলে এদিকে আসেন।

আসসালামু আলাইকুম ওয়া রাহ মা তুল্লাহি ওয়াবা রাকাতুহ, কেমন আছেন টেকটিউনস'র সকল ভিসিটর, ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ?  আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছেন। আপনাদের সবাইকে আন্তরিক প্রিতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন, বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এন্ড্রোইড মোবাইলের সব চাইতে সেরা এবং সবথেকে ফাস্ট, সব দিক দিয়ে উন্নত একটি সুপার ডুপার ব্রাউজার যার নাম CM ব্রাউ জার অনেকেই হয়তো এটি ব্যবহার করেছেন,  যারা ব্যবহার করেন নি আমার টিউনটি মূলত তাদেরই জন্যে। সফটওয়্যার টির সাইজ মাত্র   1.9 mb গোগল প্লে স্টোরে যার রেটিং ৪.৬ তাহলে বুঝতেই পারছেন এটি কেমন হবে,যেখানে  জনপ্রিয় uc  ব্রাউজারের রেটিং ৪.৪সেখানে এই সফটওয়্যার রেটিংএর দিক দিয়ে ২ পয়েন্ট বেশী। অনেক বক বক করে ফেল্লাম এবার কাজের কথায় আসি, প্রথমে নিচে দেয়া লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার দেখুন এর সুবিধা সমূহঃbookmarks : খুব সহজেই যেকোনো লিংক বুকমার্ক করে রাখতে পারবেন।Share : এর মাধ্যমে আপনি যেকোনো লিংক, অথবা পেজ যেকোনো সোশাল মিডিয়াতে সাথে  সাথে শেয়ার করতে পারবেন অতি সহজে।

Add Home Screen: এর মাধ্যমে যেকোনো লিংক কে আইকন আকারে আপনার এন্ড্রোইড মোবাইলের হোন স্ক্রিনে সেভ করে রাখতে পারবেন।

Translate: এর কথা আর কি বলবো,  আমার কাছে বেশি ভালো লেগেছে এই অপশন টি, তার কারণ? এটা দিয়ে যেকোনো ভাষাতেই আপনি যেকোনো শব্দকে ট্রান্সলেট করতে পারবেন,

এবার হয়তো বলবেন এ আর নতুন কি?

জি না ভাই আমি সেকথা  বলছিনা,  আমি জানি গোগল ক্রোম বা অন্য ব্রাউজারে এই সুবিধা আছে কিন্তু এর মতো সুবিধা অন্যটাতে পাবেন না তার কারণ গোগল ক্রম সাইজে একটি অনেক বড় সফটওয়্যার যেটা র‍্যাম ও ডাটা খেকো নামে পরিচিত, আর পেজ লোড হতে অনেক সময় নেয়। আর Firefox এটাতে ও কিছু অসুবিধা আছে আর সেটা হলো Add Ons এর ঝামেলা, কিন্তু এইসব ঝামেলা থেকে বেচে যাবেন, যদি আপনি  CM ব্রাউজার ব্যবহার করেন। এই সব ছাড়াও সফটওয়্যার টিতে আরো অনেক মজার মজার অপশন রয়েছে

যেগুলো আমি সারাদিন লিখে ও শেষ করতে পারবোনা। আপনি নিজে ব্যবহার করলেই বুঝতে পারবেন।

সব চাইতে ফাস্ট এন্ড্রোইড ব্রাউজার ডাউনলোড করতে চান, তাহলে এদিকে আসেন।
সব চাইতে ফাস্ট এন্ড্রোইড ব্রাউজার ডাউনলোড করতে চান, তাহলে এদিকে আসেন।

তো আজকের মতো এখানেই শেষ করছি আগামীতে আরো সুন্দর সুন্দর টিউন্স যাতে সবাইকে উপহার দিতে পারি সেই দোয়া করবেন। নাকি বলেন!  ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

বিঃ দ্রঃ টিউন টি পূর্বে আমার ব্লগ techtobd তে প্রকাশিত, পড়ে ভালো লাগলে আপনার মূল্যবান টিউমেন্ট জানাতে  অথবা শেয়ার করতে ভুলবেননা।

আল্লাহ হাফেজ।

Level 1

আমি আমিনুর রহমান জিলু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি তাই জানতে চাই, জানাতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস