What's App তো এখন সবাই ব্যবহার করি, কারন এটা খুব সহজ, মানে user friendly. আর এর জনপ্রিয়তা নিয়ে কোন কথা হবে না। এক কথায় ওয়ার্ল্ড ফেমাস। এর সব চেয়ে ভালো ফিচার হল ফটো শেয়ার। নানা রকম ছবি আর ভিডিও শেয়ার করা যায় খুব সহজেই। সব যখন ভালো তখন তার কিছু মন্দ ও তো থাকবে। আমরা অনেক সময় কিছু private ছবি বা ভিডিও শেয়ার করে থাকি। যা সবার জন্য নয়। তাই সেগুলো অনেক সময় আমরা লুকানোর চেষ্টা করি বা ডিলিট করে দিই, যাতে না কেউ দেখতে পায়।
YouTube Video Link:
অনেকে আবার App use করে লক করার জন্য। password তো দেওয়া থাকে কিন্তু তা বাড়ির লোক কে বলতেই হবে, বা তারা জানে, কারন আমরা বাড়ির লোককে avoid করতে পারি না। আর বাড়ির বাচ্ছারা তো আছেই, কিন্তু সব জিনিস কি ওদের সাথে সেয়ার করা যায়?
তারপর আছে বন্ধুরা, মোবাইল হাতে পেলে আগে গ্যালারি ওপেন করবে। আমার মনে হয় সবকিছু সবার জন্য নয়। সব কিছু সবার সাথে সেয়ার করা যায় না। privacy বলে তো কিছু আছে নাকি, everything open for all. তা হয় নাকি? লাইফ এ কিছু প্রাইভেসি থাকা দরকার, সে ভাল হোক আর মন্দ।
২য় কারন টা আরও জটিল, security. শুধু ঘর না আমরা এখন অনেক documentss ও শেয়ার করি, সেটাও সবাই কে দেখানো যায় না।
তা হলে এখন উপায় কি?
আমরা বিভিন্ন উপায় খুজতে থাকি, কিন্তু সব সফল হয় না।
চলুন দেখা যাক কিভাবে আমরা এই কাজ টি করতে পারি।
আমার আরও যত Tunes:
Android Tips:
কোন app বা সফটওয়্যার ছাড়াই হারানো মোবাইল খুঁজে বার করুন খুব সহজে।
আপনার Android ফোনের Space আর গতি বাড়িয়ে নিন
ANDROID এর জন্য একটি ভালো GAME, DOWNLOAD FROM MEDIA FIRE
Android এ ফটো এডিটিং এর শেষ কথা। Best Photo Editing App. না use করলে অনেক টাই মিস
Whats App তো ব্যবহার করেন, জানেন কি তার নতুন features গুলি? জেনে নিন
আরও নতুন কিছু পেতে ঘুরে আসতে পারেন-
আমার ব্লগ : The Bangla Tutorial
আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.