সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ৩টি অ্যান্ড্রোয়েড ভিপিএন অ্যাপস। স্লো হওয়ার প্রশ্নই আসেনা !

ভিপিএন ব্যবহার করছেন কিন্তু স্লো? চিন্তার কোনো কারণ নেই। কারণ আজ আমি আপনাদের সাথে সবচেয়ে বেশি দ্রুতগামী তিনটি ভিপিএন অ্যাপ শেয়ার করব।

বর্তমানে ইন্টারনেটের ব্যবহারে একটি প্রয়োজনীয় জিনিস। কারণ একদিকে ভিপিএন ইন্টারনেট ব্যবহারকারীকে পাবলিক নেটওয়ার্কে সেফটি প্রদান করে। আবার অন্যদিকে ব্লকড ওয়েবসাইট কিংবা অ্যাপ ব্যবহার করতে দেয় প্রক্সির মাধ্যমে। প্লে স্টোরে শত শত ভিপিএন অ্যাপ রয়েছে। কিন্তু সবগুলোর সার্ভার, আইপি এবং প্রক্সি এক নয়। তাই তাদের স্পিডেও তারতম্য রয়েছে। আমি আপনাদেরকে সেরাদের সেরা তিনটি ভিপিএন অ্যাপ উপহার দেব।

১. ভাইপার ভিপিএনঃ
এটা সম্ভবত সবচেয়ে ফাস্টেস্ট এবং বিশ্বস্ত ভিপিএন সার্ভিস (অ্যান্ড্রোয়েডের জন্য)। ভাইপারভিপিএন প্রদান করছে গোল্ডেন ফ্রগ কোম্পানী। এই ভিপিএন কোনো থার্ড পার্টি ছাড়াই নেটওয়ার্ক রান করে। তাই আপনার ব্যক্তিগত ডাটা কারও সাথে শেয়ার করেনা। এই ভিপিএনের আলাদা আলাদা ৫০ টি সার্ভার রয়েছে। তাছাড়া ব্যবহারগত দিক দিয়েও রয়েছে নানান সুবিধা। ভাইপার ভিপিএন দিয়ে আপনি প্রতি মাসে ফ্রি ৫০০ মেগা ব্যবহার করতে পারবেন।

ভিপিএন অ্যাপটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
Download VyprVPN

(Click Create Download Link to Start Download)

২. পিউর ভিপিএনঃ
স্পিড ও সার্ভিসের ক্ষেত্রে দ্বিতীয় অবস্হানে আছে পিউর ভিপিএন। এই ভিপিএনে রয়েছে ১০১ টি দেশের ৫০০+ সার্ভার। রয়েছে ভাইপার ভিপিএনের মতো সেলফ ম্যানেজড নেটওয়ার্ক এবং ২৫৬ বিট এনক্রিপশন। তাছাড়া পিউর ভিপিএনে সাইন আপ করলেই আপনি ২ জিবি ডাটা ফ্রি
পাবেন।

ভিপিএন অ্যাপটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
Download PureVPN

(Click Create Download Link to Start Download)

৩. ভেরি ফাস্ট ভিপিএনঃ
স্পিড ও সার্ভিসের ক্ষেত্রে তৃতীয় অবস্হানে আছে ভেরি ফাস্ট ভিপিএনঃ
এটি আপনাকে সর্বোচ্চ 500 MBPS স্পিড দিতে সক্ষম। এরও রয়েছে ২৫৬ বিট প্রটেকশন। এই ভিপিএন অনলাইন প্রাইভেসি, ওয়াইফাই সিকিউরিটি এবং ব্লকড অ্যাপ ব্যবহার করার জন্য সবচেয়ে উত্তম। তাছাড়া ভেরি ফাস্ট ভিপিএনে কোনো লোগ জমা হয়না, দেখায়না বিরক্তিকর বিজ্ঞাপন।

ভিপিএন অ্যাপটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
Download Very Fast VPN

(Click Create Download Link to Start Download)

আজ এখানেই শেষ করলাম। আগামীতে হয়তো আরও ভালো কোনো টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হবো। খোদা হাফেজ।

Level 2

আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bro iphone 4s er jonno kono pro version vpn din na plz! amar ios 9.1 iphone 4s..

vie vypr vpn ke pore doller deya kente hoi?