সবাই কেমন আছেন? আশা করছি ভালই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ বাংলাদেশে এলো মাত্র দুই হাজার টাকায় থ্রিজি অ্যান্ড্রয়েড ফোন!!
তাহলে চলুন শুরু করা যাক 🙂
দেশে সবচেয়ে কম দামের থ্রিজি স্মার্ট ফোন এলিয়েন এসএক্স থ্রি (Alien SX3) নিয়ে এল মাইসেল মোবাইল। মাত্র ২ হাজার ৬ শত ৯৯ টাকা দামে ৩.৫ ইঞ্চি এইচভিজিএ ডিসপ্লের আর্কষনীয় ও স্লিম ডিজাইনের এই হ্যান্ডসেটটিতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার। ১ গিগাহার্জ সিঙ্গেল কোর প্রসেসর সেটটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২। সেটটির রম ৫১২ এমবি এবং র্যাম ২৫৬ এমবি। ১৪৫০ এমএএইচ লি-আয়ন ব্যাটারির এলিয়েন এসএক্স থ্রি সেটটির রিয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেল সাথে এলইডি ফ্ল্যাশ এবং ফ্র্রন্ট ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা। নেটওয়ার্ক স্পিড থ্রিজি এবং জিপিআরএস সুবিধা সম্বলিত এ সেটটিতে আরো রয়েছে ওয়াই-ফাই সাথে প্রটেবল হটস্পট, ব্লটুথ ও এফএম রেডিও, এমপি থ্রি, এমপি ফোর, ফটো ভিউয়ার/এডিটর, ডকুমেন্ট ভিউয়ার, ভয়েস মেমো/ডায়াল/কমেন্ডস এবং রেকর্ডার সুবিধা। সেটটিকে আরো উন্নত করার জন্য এতে ব্যবহার করা হয়েছে গ্রাভিটি সেন্সর ও টিপি সেন্সর যা হ্যান্ডসেটিকে করেছে আরো যুগপোযোগী। প্রতিটি হ্যান্ডসেট প্যাকেজে দেওয়া হচ্ছে আর্কষনীয় হেডফোন, একটি চার্জার এবং একটি স্ক্রিন প্রটেক্টর। এলিয়েন এসএক্স থ্রি স্মার্টফোনটি পাওয়া যাবে নিকটস্থ যে কোন মোবাইলের আউটলেটে।
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com
bhai আসলে দাম কত লাগবে??