অ্যানড্রয়েড স্মার্ট ফোনের Invalid IMEI সমস্যার সমাধান রুট/আনরুট ডিভাইসের জন্য

সবাই কে সালাম জানিয়ে আমি আমার আজকের টিউনটি শুরু করছি।

আমার অনেকেই বিভিন্ন কারনে সেট রুট করি, কাস্টম রম ফ্লাশ দেই অথবা সেট ব্রিক করলে ষ্টক রম ফ্লাশ দেই অথবা সেট রুট না করলেও বিভিন্ন কারনে রুটেড বা আনরুটেড ডিভাইস এর ফ্যাক্টরি রিসেট দেই। (অ্যানড্রয়েড এর ইত্যাদি অ্যাডভান্স কাজ গুলো এক্সপার্ট ছাড়া করা উচিত না। ) এই কাজ গুলো করতে গিয়ে অনেকেই একটা কমন সমস্যায় পড়ে থাকেন তা হল Invalid IMEI Problem। এক্সপার্ট বলেন সেট রুট করার পরেই 3টি কাজ সবার আগে করতে হয় তা হল 1. IMEI Backup নেয়া | 2. Custom Recovery (Like CWM Recovery) ফ্লাশ দেয়া 3. Stock ROM Backup নেয়া। কিন্তু অনেকেই সেট রুট করার পর IMEI Backup নেয়ার কথা ভুলে যাই। এর ফলে অনেকের ই Invalid IMEI Problem টা দেখা দেয়।
N:B নেটে অনেক মেথড আছে কিন্তু আমার কাছে এই মেথডটি সহজ মনে হয়েছে। আমার সেট আনরুটেড তাই এই পদ্ধতি আনরুটেড সেটে পরিক্ষিত রুটেড ইউজার রা চেস্টা করে দেখতে পারেন কাজ হলে টিউমেন্ট করবেন। এই পদ্ধতিটি সম্পূর্ন নিরাপদ, আমি নিজে ট্রাই করে সফল হয়ে টিউনটি করছি তাই সবাই নিশ্চিন্ত থাকতে পারেন। এর পরও এই মেথডটি সম্পূর্ন এক্সপারট ইউজারদের জন্য, অন্যরা নিজ দায়িত্বে করবেন ট্রাই করবেন। , এই টিউনে বর্নিত পদ্ধতি অনূসরন করে যদি কারও ফোনের কোন ক্ষতি হয় তবে লেখক কোন ভাবেই দায়ী নয়। তবে যে কোন সাহায্যের জন্য লেখকের সাথে ফেবুতে (https://web.facebook.com/smreazulislam) অথবা মোবাইলে (01842-955676) যোগাযোগ করুন।

Invalid IMEI Problem সমাধানের উপায় :

1. Open Phone Dialer and enter *#*#3646633#*#*. By entering this you will enter 'Engineer Mode' of the device.

if you do not access the 'Engineer Mode' please follow the instruction below : a. Download this app from play store & open it you will enter 'Engineer Mode' : App name : MTK Engineering Mode Play Store Link : https://play.google.com/store/apps/details?id=com.themonsterit.EngineerStarter&hl=en Note : "False command in engineer mode can cause damage Your Phone"
Open the app
2. Go to Connectivity menu.
3. Go to CDS Information
4. Go to Radio Information
5. Select Phone 1 (if you have a dual sim supported device then you will see 2 option like Phone 1 & Phone 2)
6. Tap on "AT+" (U will see top of the screen "AT+")
7. Remove the + (Keyboard will appear)
8. Insert the + again (You will see some suggestions select 1st suggestion AT+EGMR=1, 7, "")
9. Inset your device's 15 digit IMEI-1 between this ""
example : AT+EGMR=1, 7, "1XXXXXXXXXXXXX15"
10. Click "SEND AT COMMAND" & Click the back button.
11. You are done

For IMEI-2 Same as like IMEI-1

For 2nd imei number type after AT+EGMR=1, 10, "IMEI_2" (put your 15 digit 2nd imei number in place of "IMEI_2"

Click "SEND AT COMMAND" & Click the back button.

Reboot your device.

Note : যদি SEND AT COMMAND ক্লিক করার পর কোন এরর মেসেজ দেয় যেমন "The command is Allowed in userBuild তবে AT পর একটা স্পেস দিয়ে + লিখতে হবে। যথা AT +< !-more->

সর্তকতা : IMEI নম্বর শুধু মাত্র আপনার নিজের সেটের টি বসাবেন অন্যের IMEI নম্বর ব্যবহার করা আইননত দন্ডনিয় অপরাধ। < !-more->

Level 2

আমি Reaz Ul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 369 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস