দিন দিন অ্যানড্রয়েড স্মার্টফোনের গ্রাহকের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। তাই অ্যানড্রয়েড স্মার্টফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।
লাখ লাখ ফ্রি অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশনের বিশাল ভাণ্ডার হচ্ছে 'প্লে স্টোর'। গুগল অ্যাকাউন্টে সাইন ইন করার পর এখান থেকেই প্রয়োজনীয় সব অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। বিশেষ কিছু কাজে পেইড অ্যাপ্লিকেশন ব্যবহারের প্রয়োজন হয়।
- একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করাকে 'মাল্টিটাস্কিং' বলে। স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই মাল্টিটাস্কিং সুবিধা। এ সুবিধা পেতে ফোনের হোম বাটনটি চেপে ধরতে হবে। ফলে ফোনে চালু থাকা সব অ্যাপ্লিকেশন একসঙ্গে দেখা যাবে। যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কাজ করতে চান সেটি নির্বাচন করে কাজ শুরু করা যাবে। আবার কিছু কিছু ডিভাইসে নেভিগেশন বার থাকে। সেখানে হোম বাটন ছাড়া মাল্টিটাস্কিংয়ের জন্যও আলাদা বাটন থাকে।
অ্যানড্রয়েডের আরেকটি সুবিধা 'গুগল নাও'। এর মাধ্যমে ফোন স্পর্শ না করে কেবল ভয়েস কমান্ড (কথা বলে) ব্যবহার করেই এসএমএস পাঠানো, কল করা, ম্যাপের সাহায্যে লোকেশন সার্চ করা, ওয়েবে কিছু সার্চ করা যায়। শুধু ওয়েব নয়, ডিভাইসে থাকা কনট্যান্টগুলোও একইভাবে সার্চ করা যাবে। অ্যানড্রয়েডের 'গুগল সার্চ' ও 'ভয়েস সার্চ' ফিচারেও একই ধরনের সুবিধা রয়েছে। 😮
- বর্তমানে অনেক ডিভাইসে বিভিন্ন ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়। তবে অ্যানড্রয়েডের জন্য 'স্টক ইউজার' ইন্টারফেসই বেশি জনপ্রিয়। অ্যানড্রয়েডের স্টক ইউজার ইন্টারফেসের মূল আকর্ষণ হলো এর 'নোটিফিকেশন বার'। এই বারটি স্লাইড করলেই 'মিসকল', 'এসএমএস', 'সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ', 'মেসেঞ্জার', 'অ্যাপ্লিকেশন আপডেট' ইত্যাদির সব নোটিফিকেশন দেখা যায়। এ ছাড়া ডানে ও বামে স্লাইড করে নোটিফিকেশন গুলো ক্লিয়ার করা যায়। অনেক ডিভাইসে নোটিফিকেশন বারে ডিভাইস কন্ট্রোলার সেটিংস থাকে। সেখান থেকে সরাসরি ব্রাইটনেস কমানো- বাড়ানো ছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, অটো রোটেশন চালু কিংবা বন্ধ করার মতো ছোটখাটো কাজও করা যাবে।
টিউন ক্রেডিট- এখানে
লিখাটি প্রথম প্রকাশিত হয়েছে বাংলাদেশের নব নির্মিত উন্মুক্ত ব্লগিং সাইট জানতে ও জানাতে ডট কমে
নতুন কিছু জানতে ও জানাতে জানতে ও জানাতে ডট কম এর সাথে থাকুন। ফেসবুকে লাইক দিয়ে জানতে ও জানতে ডট কম এর সাথে থাকুন!
আরো কিছু টিউন:-
একনজর দেখেনিন জানতে ও জানাতে ডট কম এর কিছু ফিচারঃ_
জানতে ও জানাতে ডট কম সম্পর্কেঃ- এখানে
জানতে ও জানাতে ডট কমে কিভাবে লিখবেনঃ- এখানে
জানতে ও জানাতে ডট কমে কিভাবে একাউন্ট খুলবেনঃ- এখানে
আর কিছু জানতে চাইলে যোগযোগ করবেনঃ- এখানে
আমি আমি একজন ভাল ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু নাই
Horse EGG