অাপনার অ্যানড্রয়েড ফোনের প্যার্টান লক বা পাসওয়ার্ড ভুলে গেছেন। এখন ভুলে যাওয়া প্যার্টান বা পাসওয়ার্ড খুলুন নিজে নিজেই।

আস-সালামু আলাইকুম। কেমন আছেন সবাই, আশা করি ভালো। আপনাদের সুস্ততা আমার কাম্য। আমার কাছে সবার টিউন ভালো লাগে। আমার টিউন আপনাদের ভালো লাগবে কিনা জানিনা। আমার টেষ্ট পরীক্ষা চলমান, তার পরও সব সময় ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।আর ভুল হলে ক্ষমা করবেন।আর আমি বিশেষ ভাবে দু:খিত যদি টিউনি পূর্বে টেকটিউনসসে প্রকাশিত হয়ে তাকে। আর টিউনটি যারা জানেন না শুধু তাদের জন্য ভিডিও টিউটিরিয়াল সহ ।তাই যারা জানেন তারা না দেখলেও পারেন।

সাধারণত অনেক সময় আমারা আমাদের অ্যান্ড্রয়েড ফনের প্যার্টান লক বা পাসওয়ার্ড  ভুলে যাই। আবার অনেক সময় কেউ বার বার লক খুলার চেষ্টা করলে আমাদের প্যার্টান বা পাসওর্য়াড লক  হয়ে যায়।তখন আমরা পরি চরম বিপদে। কিন্তু এখন আপনি নিজেই এই সমস্যা সমাধান করতে পারবেন

অ্যান্ড্রয়েড ফোনের প্যার্টান লক ভুলে গেলে এটা দুই ভাবে খোলা যায়।

  • ইমেইলের মাধ্যমে।
  • সিস্টেম রিবোট করার মাধ্যমে।

আজ  আমি আপনাদের সাথে দ্বিতীয় নিয়ম টা নিয়ে আলোচনা করব। এর জন্য আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সিষ্টেম রোবট করতে হবে। এই পদ্বতি অনুসরন করে আপনি অ্যান্ড্রয়েড ফোনের অটো অন অফ সমস্যার সমাধান করতে পারবেন এই ভিডিও টিউটিরিয়ালের মাধ্যমে।  ভিডিও টিউটিরিয়াল টি মনযোগ দিয়ে দেখবেন।

কিভাবে সিষ্টেম রোবট করবেন সেটা বলে বুঝানো কষ্টকর হবে। তাই আপনাদের জন্য এটা নিয়ে তৈরী বাংলা ভিডিও টিউটিরিয়াল দিলাম। আশা করি মনযোগ দিয়ে দেখবেন।

বাংলা ভিডিও টিউটিরিয়াল 

ভিডিও টি ভাল লাগলে Subscribe করতে ভুলবেন না।

Subscribe  করুন এখানে

আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস