Repost:
আসসালামু আলাইকুম,
আশা করি আল্লাহ্র রহমতে সবাই
ভালো আছেন।
আমি ও ভালো আছি আর টেকটিউনস
এর সাথে থাকলে খারাপ থাকার কথা
নয়।আমি আগেও দুই একটা টিউন
করেছি(যেমন মাল্টি ক্যালকুলেটর)
মনে করেছিলাম নিয়মিত টিউন
করবো কিন্তু ব্যস্ততার কারনে আর হয়ে
উঠেনি এখন চেষ্টা করব নিয়মিত হওয়ার।
সাধারণত বহুমাত্রিক সুবিধা সম্বলিত
এপ্স ব্যবহার করতে আমার ভালো লাগে।
তাই মনে করলাম আপনাদের সাথে সেয়ার
করার দরকার।কিছু প্যাঁচাল পারলাম
এখন কাজের কথায় আসি।
আজ যে এপ্স টির কথা বলবো তার
নাম Multiplayer Chess।
দাবা খেলতে অনেকেই পছন্দ করেন।
দাবা খেলা আমার ও
খুবই প্রিয় খেলা।এই গেমস টি
অনেক দিন ধরে খেলছি আমার
খুব ই ভালো লেগেছে আমি ১০০%
নিশ্চিত আপনাদের ও ভালো লাগবে।
এই গেমস এর সুবিধা হলো:
*ব্লুটুথ এর মাধ্যমে আপনার বন্ধু সাথে
খেলতে পারবেন।
*পৃথিবীর যে কারো সাথে ইন্টারনেট
এর মাধ্যমে খেলতে পারবেন।
*কম্পিউটার গ্র্যান্ডমাস্টার এর সাথে
খেলতে পারবেন।
*ইন্টারনেট খরচ খুবই খুবই কম।
*ব্যাটারির চার্জ ও খরচ খুব একটা
হবেনা।
*অনেক রকমের পাজল আকারে খেলতে
পারবেন।
আর ও অনেক সুবিধা রয়েছে যা গেমস
টি ইন্সটল করলেই বুঝতে পারবেন।
আপনি গুগল প্লে ষ্টোর এ খুজে এর থেকে
ভালো দাবা গেমস পাবেন বলে আমার মনে হয় না।
তাহলে এখন থেকে দুই চারজন বসার
জায়গা করে বড় দাবার বোর্ড ক্রয় করে
ঝামেলা করার কথা ভুলে যান।আর যে
কোনো জায়গায় বসে যে কারো সাথে দাবা
খেলুন আপনার ইচ্ছেমত।
ডাউনলোড লিংক:-Multiplayer Chess
আর টিউমেন্ট করে জানাবেন গেমস টি
কেমন লাগলো।
আমি হানিফ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
to u to me..
আমার ভাল দাবা খেলতে পারি। ছোট খাট পুরষ্কার পেয়েছিলাম এক সময়। ডানলোড করতে গেলাম ধন্যবাদ