সবাই আমার পক্ষ ত্থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। আশা করছি আপনারা সকলে ভাল আছেন। আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছে কম দামে অর্থাৎ বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন। আমি এটাকে শুধুমাত্র বাজেটের মধ্যে রেখে বিবেচনা করিনি – নির্দিষ্ট বাজেটের ভিতরে যেসব ডিভাইস বাজারে জনপ্রিয়তা পেয়েছে এবং মানসম্পন্ন ডিভাইস সেগুলোকে নিয়েই আমি এই লিস্ট তৈরি করেছি। আপনাদের ভাল লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে।
সিপিইউ: ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর
জিপিইউ:
র্যাম: ২৫৬ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৫১২ মেগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ১.৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: নেই
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৩০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ২,৬৯০ টাকা।
সিপিইউ: ১ গিগাহার্টজ ডুয়েল কোর
জিপিইউ: মাইলি-৪০০
র্যাম: ২৫৬ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৫১২ মেগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ভিজিএ
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৩০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৩,৭৫০ টাকা।
Symphony Xplorer E50
জিপিইউ: মালি-৪০০
র্যাম: ৫১২ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৪ গিগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ভিজিএ
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৩০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৩,৯৯০ টাকা।
Symphony Roar V25
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট
ডিসপ্লে: ৪ ইঞ্চি টিএফটি
সিপিইউ: ১ গিগাহার্টজ ডুয়েল কোর
জিপিইউ: মালি-৪০০
র্যাম: ৫১২ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৪ গিগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ভিজিএ
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৪০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৪,৬৯০ টাকা।
সিম্ফোনি পরে অথবা আগে যেই নামটা অবশ্যই আসবে সেটা হচ্ছে ওয়াল্টন! বলাই বাহুল্য (তাও বলছি) এই কোম্পানিটি তাদের মোবাইল ডিভাইসগুলির মাধ্যমে বাংলাদ্দেশের বাজারে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আমি নিজে ওয়াল্টন এর তিনটি ডিভাইস ইউজ করেছি। প্রথম দুইটি বেশ ভালই চলছিলো তবে তিন নাম্বার ডিভাইসে সমস্যা দেখা দিলো। সেই সমস্যা ঠিক করতে কাস্টোমার কেয়ারে নিয়ে গেলে তারা আমাকে মোবাইল ফেরত দেয় ৪৯ দিন পর এবং মোবাইল ফেরত নেয়ার পরে আমার চক্ষু চড়কগাছে পরিণত হয়। যেই মোবাইল আমি তাদেরকে দিয়েছিলাম তার বিন্দুমাত্র অবশিষ্ট নেই! ডিভাইসের বিভিন্ন দিকে ফাটা, ডিসপ্লেতে স্ক্র্যাচ, ব্যাটারির স্টিকার ওঠানো এবং দুইটা স্ক্রুই নেই! আমি তাদেরকে এই জিনিস দেখিয়ে অভিযোগ জানালে তারা আমাকে বলল, এখানে তাদের কিছুই করার নেই। যাই হোক, যেই সমস্যা ঠিক করতে দিয়েছিলাম তার চেয়ে বেশি সমস্যা তারা নিজ দায়িত্বে তৈরি করে দিয়েছে। ওয়াল্টন এর মোবাইল এর মান সিম্ফোনির মতোই, তেমন একটা পার্থক্য নেই যেহেতু এই দুটি কোম্পানিই চায়না থেকে মোবাইল রিব্র্যান্ডিং করে বিক্রি করে। তবে, ওয়াল্টন এর কাস্টোমার কেয়ার আমার কাছে ভাল লাগেনি।
৫০০০ টাকার মধ্যে ওয়াল্টন এর কিছু দারুণ এবং আকর্ষণীও সেট বাজারে রয়েছে। চলুন সেগুলো দেখে নিই।
Walton Primo C3
জিপিইউ: মালি-৪০০
র্যাম: ২৫৬ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৫১২ মেগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ১.৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: নেই
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৩০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৩,৫৯০ টাকা।
Walton Primo D5
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
ডিসপ্লে: ৪ ইঞ্চি টিএফটি
সিপিইউ: ১ গিগাহার্টজ ডুয়েল কোর
জিপিইউ: মালি-৪০০
র্যাম: ৫১২ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৪ গিগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ভিজিএ
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৪০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৪,৪৭০ টাকা।
Walton Primo EM
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
ডিসপ্লে: ৪ ইঞ্চি
সিপিইউ: ১.২ গিগাহার্টজ কোয়াড কোর
জিপিইউ: মালি-৪০০
র্যাম: ৫১২ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৪ গিগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ৩.২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ভিজিএ
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৪,৯৪০ টাকা।
Walton Primo E5
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
ডিসপ্লে: ৪.৫ ইঞ্চি
সিপিইউ: ১ গিগাহার্টজ ডুয়েল কোর
জিপিইউ: মালি-৪০০
র্যাম: ৫১২ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৪ গিগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ৩.২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ভিজিএ
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৬০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৪,৯৫০ টাকা।
এছাড়াও রয়েছে ওয়াল্টন এর আপকামিং ডিভাইস Walton Primo D6 ...। এটাও দেখতে পারেন। আশা করা যাচ্ছে, Walton Primo D6 এর দাম পাচ হাজারের মধ্যেই থাকবে।
ডিসপ্লে: ৪ ইঞ্চি টিএফটি
সিপিইউ: ১ গিগাহার্টজ ডুয়েল কোর
জিপিইউ: মালি-৪০০
র্যাম: ৫১২ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৪ গিগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ভিজিএ
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৪০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৪,৭৯০ টাকা।
Goldberg EVO VX1
জিপিইউ: মালি-৪০০
র্যাম: ৫১২ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৪ গিগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ৩.২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ভিজিএ
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৭৫০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৪,৪৯০ টাকা।
Mycell Alien SX5
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট
ডিসপ্লে: ৪ ইঞ্চি টিএফটি
সিপিইউ: ১.৩ গিগাহার্টজ ডুয়েল কোর
জিপিইউ: মালি-৪০০
র্যাম: ৫১২ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৪ গিগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ১.৩ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৭০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৪,২৫০ টাকা।
Maximus Vjoy Plus
জিপিইউ: মালি ৪০০
র্যাম: ৫১২ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৪ গিগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ভিজিএ
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৪০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৩,৫০০ টাকা।
এর পাশপাশি বাজেট সামান্য বাড়িয়ে ৬ হাজার টাকায় নিতে পারেন Walton Primo GF4। এটির হ্যান্ডস অন রিভিউ দেখুন এখানেঃ Walton Primo GF4 Hands On Review
আজ এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ টিউনটি কষ্ট করে পড়ার জন্য। যদি ভাল লেগে থাকে অথবা কোন ধরণের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই টিউমেন্ট করে আমাদেরকে জানান। আমরা আপনাকে হেল্প করব। এই ধরণের আরও নতুন নতুন লিখা পেতে নিয়মিত ভিজিট করুন জুবিটেক ডট কম এবং লাইক দিয়ে রাখুন আমাদের পেইজে। এতে করে সকল আপডেট আপনি ফেসবুকেই পেয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন।
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com
Partex Group bangladeshe mobile aneche “Zelta” Millennium Q40
4” AMOLED nHD Display
1.3 GHz Quad Core
4GB ROM+ 512MB RAM
5MP (AF) Rear+ 0.3MP Front
1500 mAh Lithium-ion Battery
KitKat 4.4.2
Price : 4500tk