আপনার এন্ড্রয়েড ফোনে টাচ কিপ্যাড বা নেভিগেশন বার যুক্ত করুন

হ্যালো টেকটিউনারস
আমি রাহাত,,,,,এইটা আমার প্রথম টিউন তাই কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।তো কথা না বাড়িয়ে মূল টিউনে চলে যাই।

♦আপনার এন্ড্রয়েড ফোনে কিভাবে টাচ কিপ্যাড বা নেভিগেশন বার এড করবেন/??

সেই বিষয়েই আমি আজ টিউন করব,,

অনেকদিন ধরেই ভাবছিলাম টিউন করব।কিন্তু কি নিয়ে টিউন করব ভেবে পাচ্ছিলাম না।
আজ পেয়ে গেলাম।প্রথমেই নেভিগেশন বার সম্পর্কে কিছু বলে নেই;
নেভিগেশন বার হছে আপনার ফোনের টাচ কিপ্যাড,যা অনেক দামি ফোনে থাকে।দামি ফোনে থাকে তো কি হয়েছে,,,,আমার চাইনা কমদামী ফোনে হইছে আপনার ফোনেও হবে।তো আর কিছু না ভেবে কাজে নেমে পরুন,,,,

♦যা লাগবে

১.একটি রুটেড এন্ড্রয়েড ফোন

২.যেকোন রুট এক্সপ্লোরার

এইবার মূল কাজ শুরু করে দিন

ধাপ ১:রুট এক্সপ্লোরার দিয়ে আপনার ডিভাইস এর /system/ ফোল্ডারে যান

ধাপ ২:ওখানে build.prop নামের একটি ফাইল দেখতে পাবেন,,,,,,,,ওইটা যেকোনো Text Editor দিয়ে ওপেন করুন

ধাপ ৩:তারপর সবার নিচে লিখুন qemu.hw.mainkeys=0

ধাপ ৪:সেভ করে বেরিয়ে আসুন

ধাপ ৫: ফোন রিস্টার্ট দিন

আর তারপর মজা লুটুন টাচ কিপ্যাড বা নেভিগেশন বার এর

আর ভাল লাগলে টিউনমেন্ট করতে ভুলবেন না

আমার পরের টিউন হবে সিম্ফনি W31 মডেল এর কাস্টম রম নিয়ে।আমি একটি রম ডেভলোপ করতেছি সিম্পনি w31 এর জন্য। এই ফোনের কোন রম আমি এই পর্যন্ত নেটে খুজে পাইনি। তাই আমি এই ফোনের জন্য পরবর্তী টিউনে আমি কাস্টম রম নিয়ে আসব,ইনশাল্লাহ।

আর টিউনমেন্ট করতে ভুলবেন না।আপনার একটি টিউনমেন্ট আমার পরবর্তী টিউনের অনুপ্রেরণা।

ধন্যবাদ টিউনটি পরার জন্য

Level 0

আমি রাহাত ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ঠিক বুঝলাম না। যে ছবিটা দিসেন ওটা তো সব ফোনেই থাকে।

vi ei keypad apner phone er screen e thakbe…. asha kori bujte peresen

vai text edit koira save to hoy na….. android version 4.4.4.directly na bole dey.set rooted

save koresi kaj hoi na.

vi sobar nche likhben……ar lekhar age ekti line banie nben…..

ধন্যবাদ কাজ হয়েছে তবে বারটা একটু বড় হয়ে গেছে । ছোট করার অপশন জানা থাকলে জানাবেন। ‍আগে অবশ্য Gravity Box দিয়ে বার এড করেছিলাম।

আপনারা চাইলে এই কাজের জন্য এই এ্যাপ ব্যাবহার করতে পারেন http://bit.ly/1NYcR0d এর জন্য ফোন রুট থাকার দরকার নেই। আনরুট ফোনে খুব সুন্দর কাজ করে

    ভাই আপনি যে এপ্স দিছেন ওটা হচ্ছে ফ্লটিং বাটনের জন্য।ওটা কোন কাজের না

সেভ হয় না কেন

save korte text ti likhe back button e click korun..

..tarpor yes korun

..save hoye jabe

ভাই আপনি যে টিপটি দিয়েছেন সেটা অনেক আগেই জানতাম। তবে নেভিগেশন কী আসে ঠিকই কিন্তু gallery apps টি আর কাজ করে না।gallery open করলে দেখায় gallery has stopped. এই সমস্যার সমাধান দিতে পারলে খুশি হতাম। টিউনটি করার জন্য ধন্যবাদ।

ভাই নেভিগেশন কি এর সাথে গ্যালারির কোন সম্পর্ক নেই।সমস্যাটা অন্য কারনে হয়েছে।

টিউমেন্ট করার জন্য ধন্যবাদ

Darun ekta tune. Valo laglo!!!

ভাই নেভিগেশন কী এর সাথে galleryr
কোন সম্পর্ক নেই ঠিক আছে কিন্তু নেভিগেশন কী না থাকলে gallery ঠিক ভাবেই চলে, নেভিগেশন কী আনলেই gallery আর কাজ করে না। আমি অনেক পরিক্ষা করে দেখেছি।তাছাড়া অন্য কোন কারনে gallery এরকম হয় না।