OTG সাপোর্ট অ্যান্ড্রয়েড ফোনে মডেম দিয়ে নেট ব্যবহার করুন।

আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় টিউনার ভাই ও বন্ধুরা। আসা রাখি ভাল আছেন। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এই বিষয় নিয়ে কেউ টিউন করে থাকেন তাঁর কাছে। যে বিষয় নিয়ে আজ আমি টিউনটি করতে যাচ্ছি তা হল OTG সাপোর্ট অ্যান্ড্রয়েড ফোনে মডেম দিয়ে নেট ব্যবহার করা সম্ভব। চলুন তাহলে কম্পিউটারের মত OTG সাপোর্ট অ্যান্ড্রয়েড ফোনে মডেম দিয়ে নেট চালানোর প্রক্রিয়া দেখে নেই।

যা যা প্রয়োজনঃ

  • একটি OTG সাপোর্ট অ্যান্ড্রয়েড ফোন।
  • একটি OTG ক্যাবল।
  • একটি সিম সহ মডেম।
  • PPP Widget 2 (Play store থেকে ডাউনলোড দিলে দ্রুত কানেক্ট হবে)

ব্যবহার প্রক্রিয়াঃ

ppp widget 2 সফটওয়্যারটি ডাউনলোড শেষে ইন্সটল করুন। এবার এটা Widget থেকে হোম স্ক্রিন এ নিয়ে আসুন।

হোম স্ক্রিন এ ppp widget 2

মডেম OTG Cable এর সাথে লাগিয়ে মোবাইল এ কানেক্ট করুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন।   এবার Configure এ ক্লিক করুন। নিচের মত উইন্ডো দেখতে পাবেন।এবার উক্ত উইন্ডো থেকে প্রয়োজনীয় টিক দিয়ে Edit current SIM Profile এ ক্লিক করুন। এবং নিচের মত কনফিগার করে নিন। এখন হোম বাটন প্রেস করে দেখুন নিচের মত উইন্ডো দেখা যাচ্ছে।

এখান থেকে Connect এ ক্লিক করুন। নিচের মত উইন্ডো দেখতে পাবেন।

এবার কানেক্ট হয়ে গেলে নিচের মত উইন্ডো দেখা যাবে।

OTG সাপোর্ট অ্যান্ড্রয়েড ফোনে মডেম দিয়ে নেট ব্যবহার এর প্রক্রিয়া দেখানোর চেষ্টা করলাম। জানি না সঠিক ভাবে আপনাদের বোঝাতে পারলাম কিনা। তবুও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও টি দেখে নিন।

ডাউনলোড লিংকঃ এখানে ক্লিক করুন

কোন সমস্যা হলে ফেসবুকে নক করতে পারেন।

কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ টিউন টি পরার জন্য।

Level 1

আমি মোঃ হাসিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

OTG দিয়ে কি প্রিন্টার ব্যবহার করা যাবে?

bhai set ki root kora thakte hobe

Level 0

big thanx

Acca Bro, Banglalion er jei Modem ta Android OS Supported oi modem ta use kara jabe Use kora jabe?
1st Modem ta.
http://banglalion4g.com/page/devices

    ভাইয়া ব্যাবহার করা যেতে পারে আমি শিউর না। চেষ্টা করে দেখতে পারেন। #Polash Khan

PDANET diyei to kora jay…

Level 0

ভাই আপনি যে প্রসেচ দেখিয়েছেন এই প্রসেস এ অনে্ক আগেই আমার সনি xperis-sp তে ট্রাই করেছি হয়নি। মেইনলি সব মডেম এ এটা কাজ করে না। আম গ্রামীন আর টেলিটকের হুআই মডেম দিয়ে চেষ্টা করেছি কাজ হয়নি।

আপনাকে ধন্যবাদ। আমার কাজ হয়েছে…।

হ্যা OTG দিয়ে প্রিন্টার ব্যবহার করা যাবে। @Sanebin

হ্যা ভাই ফোন রুট করা থাকলেও হবে, না থাকলেও হবে। #এস এম আসাদ

Level 0

otg. amar phone sapot kina kibabe bojbo plz bolben…..

ফোনের ফিচার গুলো দেখুন। তাহলেই বুঝতে পারবেন আপনার ফোনে OTG সাপোর্ট করে কিনা…