- সুটকেসে শিশুর লাশ, শরীরে ছ্যাঁকা, জখম
- খুলনায় নির্যাতনে শিশু রাকিবের মৃত্যু
- সাভারে সাততলা থেকে নিচে ফেলে নিজের শিশুপুত্রকে হত্যা করেছেন বাবা!
- মাগুরায় অন্তঃসত্ত্বা নারীকে গুলি করে আহত করা হয়েছে, গুলির আঘাত লেগেছে মায়ের পেটে থাকা সন্তানের দেহে!
- সামান্য ঝগড়ার কারণে সাভারে স্ত্রীর চোখ তুলে নিয়েছে স্বামী!
- প্রেম করার ‘অপরাধে’ প্রেমিকার ভাইয়েরা গোপালগঞ্জে তুহিন নামে এক তরুণের দুই হাত কেটে, দুই চোখ উপড়ে ফেলে হত্যা করেছে!
- সিলেটের কিশোর রাজন। চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে একদল মানুষ!
এত সব পৈশাচিক খবর জানবার পর নিশ্চয় আপনার মনটাও ভাল নেই। আসুন, আমরা টেকটিউনস পরিবারের সদস্যরা অন্তত একটা শপথ নিই-
"বোধ থাকতে কখনও অমানুষ হব না, আমরা যে মানুষ। কিছু না পারি, টেকটিউনস এর এক ছাদের নীচে এক সেবায় তো ব্রতী হয়েছি।"
অনেক বেশী কথা লিখে ফেললাম। এবার কাজের কথা।
Android Phone বা Tab যাঁদের আছে, তাঁদের যে আর একটা সমস্যা পিছু ছাড়েনা - তা হল ব্যাটারির চার্জ ধরে রাখতে না পারা। মনে হয় তার একটা সমাধান বহুদিন ধরে খোঁজার পর অবশেষে পেলাম এবং তাই আপনাদের সাথে শেয়ার করা। বোধ হয়, আপনার সন্তুষ্টি অর্জনের জন্যই এই ব্যাটার জন্ম।
পদ্ধতি গুলো ধাপে ধাপে অনুসরন করতে হবে।
- প্রথমেই Battery Calibrator Donate (APK) টি Download করে Install করুন।
- এবার আপনার Phone বা Tab টি Full (100%) Charge দিন (এড়িয়ে যাবেন না)।
- Charger থেকে Phone বা Tab টি Plugged In অবস্থায় রাখুন।
- Battery সম্পূর্ণ Charged হলেই Battery Calibrator App টি Open করে "Calibrate Battery" তে Click করুন।
- এবার Charger থেকে Phone বা Tab টি খুলে ফেলুন।
- Charge পুরোপুরি শেষ হয়ে বন্ধ না হওয়া পর্যন্ত Use করতে থাকুন।
- বন্ধ অবস্থায় Full (100%) Charge দিন।
- এবার Battery Capacity Upgrader টি এখান থেকে Download করে Install করুন।
- Battery Capacity Upgrader App টি Open করে "Upgrade My Battery Capacity" তে Click করুন।
- POP UP Message আসলে "Yes" চাপুন।
- Battery Capacity Upgrader টা আপনার Phone বা Tab এর Total Hardware এর সাথে Configured হতে Maximum ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। তো সেই পর্যন্ত অপেক্ষা করেই দেখুন, ফলাফল কি দাঁড়ায়।
বিশেষ দ্রষ্টব্যঃ Battery Calibrator Donate এর কাজটি শেষ হবার পর Uninstall করে ফেললেও কোন সমস্যা নেই।শুধু APK File টি সংগ্রহে রেখে দিন।
প্রথম প্রকাশিতঃ এখানে।
ভাল লাগুক বা না লাগুক, জানাতে ভুলবেন না। অবশ্যই তা ৪৮ ঘণ্টা পর। ধন্যবাদ সবাইকে- বেঁচে থাকলে আবার লেখা হবে। ভাল থাকুন সবাই, টেকটিউনস এর সাথেই থাকুন।
ট্রাই করে দেখি ভাই