আসসালামু আলাইকুম,কেমন আছন আপনারা ? আশা করি ভালোই আছেন…। আমি সাকিফ মাহমুদ রেশাদ আজ আপনাদের সামনে একটি নতুন ধরনের টিউন নিয়ে হাজির হলাম।
এটি টেকটিউনস এ আমার ষষ্ঠ টিউন। আর কথা না বাড়িয়ে আসল কথায় আশা যাক।
আমরা সকলেই হয়তো একটু-আকটু C++ সম্পর্কে যানি। আনেকে আবার এটা শিখতেও চাই। কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারি না।
অনেকে আবার আনেক ভিডিও টিউটোরিয়াল দেখি, তাও বুঝতে পারি না।
আজ আমি আপনাদের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পর্কে বলতে যাচ্ছি এই অ্যাপ টি তাদের জন্য যারা C++ শিখতে চান ।
আমরা অনেকেই C++ শিখতে চাই, কিন্তু কিভাবে শুরু করবো না বুঝে পাই না।
আনেকে আবার পারসোনাল কম্পিউটারের অভাবে C++ শিখতে পারি না।
আমরা এখন C++ শিখতে পারি অ্যান্ড্রয়েড মোবাইলেই…!!
এই অ্যাপটি থেকে আপনি শিখতে পারবেন কিভাবে একজন প্রোগ্রামার হওয়া যায়। প্রায় ৬০ টিরও বেশি C++ লেসন রয়েছে এই অ্যাপটি তে । এই অ্যাপটি তে বেশ কিছু ব্যাসিক কনসেপ্ট ভিডিও দেওয়া আছে। সাথে থাকছে আর অনেক কিছু।
অ্যাপটির নাম : Learn C++
অ্যাপটির সাইজ : 8.7MB
ডেভলপার : SoloLearn
আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে নতুন টিউন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
টিউনটি ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট করতে ভুলবেন না। আর টিউন এ যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে টিউমেন্টে জানাবেন। ধন্যবাদ।
সৌযন্যে : http://www.techkothon.com
আমি সাকিফ মাহমুদ রেশাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
THANKS