সকলকে সালাম জানিয়ে আজকের টিউন শুরু করছি,
Google cardboard বানানোর আগে চলুন জেনে নেই,
*Google cardboard কি ?
Recently Invented Virtual reality-র একটি project হল Google cardboard. এই কার্ড-বোর্ড এর মাধ্যমে সহজেই উপভোগ করে নিতে পারেন ভার্চুয়াল রিয়ালিটি এর অনন্য এক সেইরাম অভিজ্ঞতা . এটির মাধ্যমে আপনি virtual 3D-র সম্পূর্ণ স্বাদ নিতে পারবেন। এটি ব্যবহার করতে হলে আপনার একটি smart phone লাগবে যার মধ্যে accelerometer এবং gyroscope sensor থাকতে হবে। আর কিছু android apps লাগবে। Google cardboard এর price বাংলাদেশে ১২০০/১৫০০ টাকার মত 😥 মজার বিষয় হল এটি ১০০-১৫০৳ টাকায় খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন।
Google cardboard এর review টি দেখে নিন https://www.youtube.com/watch?v=H9KDtWxu53Q
আরও জানতে চাইলে Google এর ওয়েব সাইট টি দেখেন https://www.google.com/get/cardboard
Google cardboard বানাতে যা যা লাগবেঃ
১. Cardboard;
2. cutter / কেঁচি / ব্লেডঃ
৩. Lens (সবচেয়ে গুরুত্বপূর্ণ) : ৪০মিমি.focal length এর ২টি lens (আমি হাটখোলা থেকে সংগ্রহ করেছিলাম )
৪. Glue: যে কোন glue
৫. Rubber Band
৬. 1টি smart phone, accelerometer এবং gyroscope sensor থাকতে হবে. শুধু accelerometer সেন্সর থাকলেও হবে কিন্তু proper head-tracking এর স্বাদ পাওয়া যাবে না।
Gyro sensor included walton smart phones :
Walton primo V1
Walton primo X1
Walton primo X2
Walton primo NX
Walton primo Z
Walton primo ZX
Walton primo X2
Walton primo X3
Walton primo S2
walton primo S3
Walton primo Rh2
7. Printer না থাকলে দোকান থেকে print করতে হবে।
৮. Android apps . Best Virtual reality এর apps গুলোর link নিচে দেয়া হল :
https://play.google.com/store/apps/details?id=com.google.samples.apps.cardboarddemo
https://play.google.com/store/apps/details?id=com.lunagames.jurassicvr
https://play.google.com/store/apps/details?id=com.FabulousPixel.TuscanyDive
https://play.google.com/store/apps/details?id=it.couchgames.apps.cardboardcinema
https://play.google.com/store/apps/details?id=com.absologix.vr.airplane.flight
গুগল প্লে store এ vr এর অনেকগুলো Apps, games পাবেন।
এবার চলুন কাজ শুরু করি,
প্রথমে এই লিঙ্ক থেকে google cardboard এর Template টি download করুন। Download করা Zip file টি open করুন এখন Scissor-cut template.pdf টি open করে প্রতিটি page print out করে নিন।
-print করা page গুলোকে সুন্দর ভাবে কেচি অথবা cutter দিয়ে বারতি অংশ গুলো কেটে নিন।
এবার কাটা অংশ গুলো cardboard এর উপর attach করুন।
এবার cardboard গুলো কে এভাবে কাটুন .
ওপরের মত করেই বাকি টুকরো গুলোও কেটে ফেলুন। এইভাবে,
এইবার একটু কষ্ট করে assembly video টি এখান থেকে দেখে নিনঃ https://www.youtube.com/watch?v=HFdaagINam0
এবার Vr games বা apps download ও install করে open করুন।
এবার Google cardboard টি চোখে লাগিয়ে উপভোগ করুন সপ্নের virtual reality .
Google cardboard কিভাবে ব্যবহার করতে হয় তা এখান থেকে দেখে নিনঃ https://www.youtube.com/watch?v=vXvZUvLONUs
Google cardboard সম্পর্কে Youtube এ অনেক video আছে, যারা একটু আগ্রহী তাদের জন্য আরও কিছু video র link দিয়ে দিলামঃ
1. https://www.youtube.com/watch?v=j5jlEZ0t9XQ
2. https://www.youtube.com/watch?v=JWayxeg-k4c
3. https://www.youtube.com/watch?v=DAQyOzvAqfA
4. https://www.youtube.com/watch?v=7fgT0gtjpqM
5. https://www.youtube.com/watch?v=29uXoePowzQ
6. https://www.youtube.com/watch?v=wCXE2iAUCXI
Pcএর game cardboard দিয়ে খেলতে এই post টি follow করুন।
pc’র গেমস্ খেলুন google কার্ডবোর্ড দিয়ে – ঢুঁকে যান গেমের ভেতর…
Facebook এ আমিঃ https://www.facebook.com/walid.mafuj
আমি ওয়ালিদ মাহফুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ata diay dehkle ki hobe?
ektu details a bolben plz…