“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
স্বাগতম, আশা করি আপনারা সবাই ভালো আছেন । আমি আপনাদের জন্য নিয়ে এলাম পিসির জন্য অ্যান্ড্রয়েডের লেটেস্ট দুইটি ভার্সন ললিপপ এবং কিটক্যাট এর অরিজিনাল ISO সেটাপ ফাইল নিয়ে । সাথে ইনস্টল করার দিক নির্দেশনা তো থাকছেই ।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, বর্তমান বিশ্বের স্মার্টফোন গুলোতে ব্যবহৃত সবচেয় জনপ্রিয় এবং শীর্ষ অপারেটিং সিস্টেম । উইন্ডোজ যেমন কম্পিউটারের জগতে রাজত্ব কায়েম করেছে, ঠিক তেমনি স্মার্টফোন জগতে রাজত্ব করছে গুগলের এই অসাধারণ অপারেটিং সিস্টেমটি । অসাধারণ এই অপারেটিং সিস্টেমকে আরও অসাধারণ করে তুলতে গুগল নিয়মিত আপডেট করে চলেছেই । এইতো খুব বেশিদিন হয়নি অ্যান্ড্রয়েডের সর্বশেষ অপারেটিং সিস্টেম ললিপপ রিলিজ হয়েছে । এখনও হয়তো এই অপারেটিং সিস্টেমটি বেশিরভাগ ব্যবহারকারীই ব্যবহার করতে পারেননি ।কিন্তু গুগল ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড এম রিলিজ করার প্রস্তুতি নিচ্ছে ।
থাক এ ব্যাপারে আমি আর এতো বকবক করছিনা ।এখন টিউননটির মূল কেন্দ্রে ফিরে যাচ্ছি ।
কেন পিসিতে অ্যান্ড্রয়েড ওএস ব্যবহার করবেন?
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে মোবাইলে যখন অ্যান্ড্রয়েড ওএস ব্যবহার করতে পারছি তবে পিসিতে কেন? কারণ অনেকেই গুগলের সর্বশেষ অপারেটিং সিস্টেমটির আপডেট টি এখনও সবাই পাননি । তাই বলে তারা বসে থাকবে । উন্নত বিশ্বের বর্তমান যুগে বসে থাকা খুব বেমানান লাগে, অন্তত আমার কাছে । তাছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ছাড়াও তো অন্যান্য অপারেটিং সিস্টেম ব্যবহারকারী রয়েছেন । তাদের কি ইচ্ছে হয়না একটি বারের জন্যও অ্যান্ড্রয়েড ওএস ব্যবহার করতে?
কিভাবে পিসিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন?
আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে পিসিতে বিভিন্ন ইমুলেটর যেমনঃ (Bluestaks, youwave) কিংবা এক্সটেনশনের সাহায্যে পিসিতে অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করেছেন । কিন্তু এজন্য প্রয়োজন হয় মোটামুটি ভালো মানের একটি পিসি এবং এভাবে অ্যান্ড্রয়েডের আসল স্বাদটাই পাওয়া যায়না । আমি আপনাদের দেখাবো কিংবা পিসিতে ISO ফাইল দিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রান করবেন । তো চলুন শুরু করা যাক 😀
যা যা প্রয়োজনঃ
১. একটি পিসি (ল্যাপটপ কিংবা ডেক্সটপ) ।
২. অন্তত ৮ জিবির একটি
পেনড্রাইভ
৩. অ্যান্ড্রয়েড OS
৪. ফ্লাশাবল OS মেকার
সফটওয়ার
অ্যান্ড্রয়েড OS এর দুটো
ভার্সন কিটক্যাট এবং ললিপপ
দুটোর ডাউনলোড লিঙ্ক আমি
দিয়ে দিবো আর ফ্ল্যাশার এর
লিঙ্ক ও নিচে দিয়ে দিচ্ছি। পিসি কিংবা পেনড্রাইভ কিন্তু আমি দিতে পারব না 😛
☼ ললিপপ 5.0.2 OS ডাউনলোড লিঙ্কঃ
(Name: android-x86 Version:
5.0.2 | Format: .iso | Size: 368
MB | 32 bit)
☼ কিটক্যাট OS ডাউনলোড
লিঙ্কঃ
(Name: android-x86 Version:4.4-r2 |
Format: .iso | Size: 388 MB | 32
bit)
☼ ফ্ল্যাশারঃ- LINUX LIVE USB Creator
কার্যপদক্ষেপঃ
প্রথমে OS দুটোর
যেকোনো একটা ডাউনলোড
করে কোন এক ফোল্ডারে
রাখুন। তারপর Linux Live USB
Creator নামক ফ্ল্যাশার টি
ইন্সটল করুন। ইন্সটল করার পর ওপেন করুন। দেখবেন ফ্ল্যাশার
টি আপডেট চাইবে। Cancel করে
দিন।
তারপর একটি পেনড্রাইভ নিয়ে
তা কানেক্ট করুন পিসির সাথে।
ফ্ল্যাশারে দেখবেন অনেক স্টেপ
আছে। প্রথম স্টেপে লেখা
CHOOSE A USB KEY । ক্লিক
করুন আর সাথে সাথে আপনার কম্পিউটারে যতো ড্রাইভ আছে
সব দেখাবে । ওইখানে দেখানো
সব ড্রাইভ থেকে আপনার
পেনড্রাইভটা সিলেক্ট করুন।
তারপর স্টেপ ২ তে ISO/IMG/ZIP
সিলেক্ট করুন আর আপনার
ডাউনলোড করা OS টি সিলেক্ট
করে দিন। দেখবেন সিলেক্ট
করে ওকে দেয়ার সাথে সাথে
একটি গ্রিন কালারের লাইন কমপ্লিট হবে। প্রবলেম নেই।
এইবার চতুর্থ স্টেপে
স্ক্রিনশটে দেখানো মতো
Format THE KEY IN FAT32 তে
ক্লিক করে পঞ্চম স্টেপে যান।
পঞ্চম স্টেপে দেখবেন একটি
বোল্টের আইকন আছে।
অনেকটা বিজলির মতো।
ক্লিক করুন। ব্যাস, আপনার
কাজ আপাতত শেষ!
একটু পর ফ্ল্যাশাবল OS
বানানো হয়ে গেলে আপনাকে বলা
হবে YOUR DEVICE IS READY TO
F LASH । এইটা দেখালে আপনার
ইন্টারনেট এক্সপ্লোরারে
কিংবা গুগল ক্রোমে একটি পেইজ ওপেন হবে। ক্লোজ করে
দিন। আর LINUX LIVE USB
এপটাও ক্লোজ করে দিন।
এইবার আপনার পেনড্রাইভ
দিয়ে অ্যান্ড্রয়েড OS ফ্ল্যাশ
দেয়ার জন্য আপনি প্রস্তুত। এইবার কম্পিউটারে যা কাজ
আছে সব কিছু শেষ করে
কম্পিউটার অফ করুন ।
পেনড্রাইভ কানেক্ট করে
রাখবেন।
তারপর অন করুন। দেখবেন
কম্পিউটার অন করলেই সাথে
সাথে বুট মেনুতে যাওয়ার জন্য
প্রত্যেক কম্পিউটারেই একটি
FN কী (Function Key) থাকে।
আমার কম্পিউটারে del ক্লিক করলেই বুট মেনু দেখায়। আপনার
কম্পিউটারের কোনটা ক্লিক
করলে বুট মেনু দেখায় সেটি
নিজেই খুঁজে নিন।
এইবার আসল কাজ। বুট মেনুতে
ঢুকলেই দেখাবে আপনার
পেনড্রাইভের নাম। ক্লিক
করুন। দেখবেন একটি অপশন
আসবে। কয়েকটি অপশনের
মধ্যে একটি অপশন দেখবেন যে Run Android without Flash
ক্লিক করুন।
ব্যাস আর কিছুই নেই। কাজ
শেষ। একটু পর বুট নিবে।
বেশি হলে ৩ মিনিট টাইম লাগবে
আর দেখতে পাবেন ইয়ামি
ললিপপ কিংবা কিটক্যাট।
ভুলেও চকলেট মনে করে খেয়ে
ফেলার চিন্তা করবেন না। আর
এইভাবে আপনি চাইলেই অ্যান্ড্রয়েড ইউজ করতে
পারবেন। কোন ঝামেলা ছাড়াই।
আর যারা গেইম পাগল তাদের
জন্য আমার মতে এটাই বেষ্ট
ওয়ে।
আশা করি বুঝতে পেরেছেন। যদি
কারো সমস্যা হয় তবে
আমার ফেইসবুক আইডিকিংবা টিউমেন্টে জানান ।যথাসাধ্য চেশ্টা করব সাহায্য করার ।
আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাহ খূব সুন্দর টিউন । অনেক ভালো লাগলো এখনি ট্রাই করছি দেখি কি হয়