Walton Primo RM এর জন্য CWM,Root,স্টক রম নিয়া সম্পূর্ণ আলোচনা

বিসমিল্লাহি রহমানির রহিম

আজকে CWM,Root,স্টক রম নিয়া আলোচনা করবো শুধুমাত্র Walton Primo RM মোবাইল নিয়া

😈 [ বিঃদ্রঃ আমার কোন লিখা কপি করার চেষ্টা করবেননা আশা করি ] 😈

যারা এখনও RM এর পুরনো বাগ স্টক রম ব্যবহার করে অতিষ্ট তাদের সকলের কথা ভেবেই এইবার ZAW1055PAA_102A_V8_0_8 ভার্সনের ফ্ল্যাশেবল জিপ করা হয়েছে।তাই সকলের কথা ভেবেই এইবার সম্পূর্ণ বাগ মুক্ত ZAW1055PAA_102A_V8_0_8 ভার্সনটা ফ্ল্যাশেবল করে আপনাদের সামনে উপস্থিত করলাম। আশা করছি সকলের উপকারে আসবে। রম ডাউনলোডের আগে নতুন পুরনো সকলের জন্য রুট প্রক্রিয়াটা আরও একবার বর্ণনা করছি

Root Process:

১) KingrootApk-  এখান থেকে ডাউনলোড করে নিন

২) ডাউনলোডের পর KingrootApk ইন্সটল করে ওপেন করুন।

৩) ইন্টারনেট কানেকশন অন রেখে Root লেখা সবুজ জায়গায় ক্লিক করুন। কিছু সময় অপেক্ষার পর রুট সাকসেসফুল লেখা আসলে বুঝবেন আপনার ফোন রুট হয়ে গিয়েছে।

CWM Installation:

১) প্লে-স্টোর থেকে Mobileuncle MTK Tools.apk টি ডাউনলোড করে ইন্সটল করুন।

২) CWM Recovery এখান থেকে ডাউনলোড করুন

৩) ডাউনলোডকৃত ফাইলটি আপনার SD Card এর ওপেন প্লেস (কোন ফোল্ডারের ভিতর রাখা যাবে না) রাখুন।

৪) Mobileuncle MTK Tools ওপেন করে রুট এক্সেস দিন।

৫) এরপর Recovery Update থেকে RM_CWM_Recovery সিলেক্ট করে ওকে দিন, কয়েক সেকেন্ডের মধ্যে রিকভারি ফ্ল্যাশ হয়ে যাবে।

এইবার আসুন  ZAW1055PAA_102A_V8_0_8 স্টক রম ফ্ল্যাশ-

ZAW1055PAA_102A_V8_0_8 Pre-rooted Bugs free Stable Stock ROM: (Flash-able)

১) প্রথমে রমটি ডাউনলোড করুন- এই খানে ক্লিক করুন এবং তা SD Card এ রাখুন।

২) CWM Recovery তে যান।

• Wipe data Factory reset

• Wipe Cache partitions

• Advance option to wipe dalvik cache

• Install form zip

• Select ZAW1055PAA_102A_V8_0_8 Version for Primo Rm By Shakil Khan.zip then Flash it.

• Reboot Phone. Done.

{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }

এই রমটি সর্বপ্রথম এই টেকটিউনস  ওয়েবসাইট এই টিউন করা হয়েছে।

এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন

ইচ্ছে হলে আমাকে ফেসবুক এ পেতে যোগাযোগ করুন এইখানে

এবং এন্ড্রয়েড আলোচনা পেজ, এইখানে ক্লিক করুন

(ধন্যবাদ সবাইকে,ভাল থাকবেন এবং নতুন নতুন রম  সহ আরও অন্যান্য টিউন করব ইনশাল্লাহ, তাই টেকটিউনস এর সাথেই থাকুন  )

Level 0

আমি নাঈম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

walton gf এর জন্য কোন কাস্টম রোম থাক‌লে জানা‌বেন। আ‌মার ফোনটা রুট করার প‌রে সি‌স্টেম ফা‌ইল কিছু ডি‌লেট ক‌রে ফে‌লি। এ‌তে প্লে স্টোর, জি মেইল এপ ও‌পেন হ‌চ্ছে না। তাই কাস্টম রম‌দি‌য়ে ফ্লাস ক‌রে নি‌তে চাই।

বেশ কাজের টিউন ।

আপনার ফেইসবুক গ্রু‌পের সদস্য আ‌মি। গ্রু‌পে খু‌জে পা‌চ্ছি না । ডিরেক্ট লিংক দি‌য়ে উপকার কর‌বেন প্লিজ। ধন্যবাদ

ভাই আমার walton walpad 7 এর cwm রিকোভারি কিভাবে বানাবো pls halp

আমার ওয়াল্টন প্রিমো জিএমের জন্য এরকম একটা পূর্ণাঙ্গ টিউন লিখে দেন, প্লিজ।

Bhai amar Walton RM ta root hoy na…ink bhabe try korsi..kingoroot PC ,mobile version shb use korsi..ta o root ney na…mobile r volume up + lock button chepe bootmenu the giye system information dekhte gele bole phone was rooted! But phone rooted na. su install krle to phone is not rooted dekhai…bhai pls help koren